অস্ত্র কেনাবেচার সময় যাচাই করতে গিয়ে গুলিতে আহত ১, পুলিশের শটগান ও দুটি পিস্তল উদ্ধার
Published: 3rd, April 2025 GMT
খুলনা নগরের বাঙ্গালবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাতটি শটগানের গুলি, আটটি পিস্তলের গুলি ও একটি রামদাও পাওয়া গেছে। অবৈধ অস্ত্র রাখা ও কেনাবেচার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শটগান ও শটগানের গুলির গায়ে ‘বিডি পুলিশ’ শব্দটি লেখা আছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া শটগানটি পুলিশের লুট হওয়া অস্ত্রের একটি। তবে কবে ও কোথা থেকে অস্ত্রটি লুট হয়েছিল, তা জানা যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন ফারুক হোসেন ও খাইরুল সরদার। ফারুক হোসেনের বাড়ি থেকেই অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে। আর খাইরুল সরদার অস্ত্র কিনতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়। খাইরুলের স্বীকারোক্তির ভিত্তিতে ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) আবু রায়হান মো.
ব্রিফিংয়ে বলা হয়, এরপর খাইরুল সরদারকে নিয়ে হরিণটানা থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার বাঙ্গালবাড়ি এলাকায় অভিযান চালায়। গুলিবিদ্ধ খাইরুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের (২৩) বাড়ি দেখিয়ে দিলে সেই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। ফারুক জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথা স্বীকার করে। একপর্যায়ে তাঁর তথ্যের ভিত্তিতে রান্নাঘরে থাকা জ্বালানি কাঠের স্তূপের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, বসতঘরের মধ্যে থাকা টিনের বাক্সে রাখা একটি শটগান এবং শটগানের সাতটি গুলি, ঘরের ভেতরের দেয়ালের ওপর থেকে পিস্তলের আটটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, অস্ত্রটি কোন থানার আওতায় বা কার কাছে ছিল তা পুলিশ সদর দপ্তর ছাড়া কেউ বলতে পারবে না। এ কারণে সদর দপ্তরে অস্ত্রের বিষয় জানিয়ে চিঠি লেখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন তিনি বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করেন। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সন্ত্রাসীদের সহযোগীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শটগ ন
এছাড়াও পড়ুন:
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।