‘সিনেমা নিয়ে এই উন্মাদনা থাকা জরুরি’
Published: 5th, April 2025 GMT
পায়ে ব্যান্ডেজ, হুইলচেয়ারে মোশাররফ করিম। বুধবার তাঁকে দেখা গেল স্টার সিনেপ্লেক্সে। এমন মোশাররফ করিমকে দেখে অবাক দর্শক–ভক্তরা। কী হয়েছে অভিনেতার? জানা গেল, দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি অস্ত্রোপচার হয় মোশাররফ করিমের। এদিকে নিজের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। বাধ্য হয়ে ব্যান্ডেজ পায়ে হুইলচেয়ারে চলতে হচ্ছে তাঁকে।
গল্প আর চরিত্র পছন্দ হলে ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম চলচ্চিত্রে অভিনয় করেন। এবার ঈদে শুধু সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চক্কর। যাঁরাই ছবিটি দেখছেন, প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে। মোশাররফ করিমের কাছেও ছবিটি নিয়ে ইতিবাচক সব কথাবার্তা পৌঁছে যাচ্ছে।
‘চক্কর’–এ কেন
দেশের পাশাপাশি গেল কয়েক বছরে ভারতীয় পরিচালকের ছবিতেও অভিনয় করেছেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ছবিগুলোয় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি ছবিটির শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম। কী ভেবে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চরিত্রটা ক্যাজুয়াল অ্যাপ্রোচের একজন মানুষের। এমন তিনটা দিক ছবিতে খুঁজে পেয়েছি, মনে হয়েছে, এটা আমার করা উচিত। সবচেয়ে বড় কথা, চরিত্রের একটা সর্ম্পূণতা আছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’