পায়ে ব্যান্ডেজ, হুইলচেয়ারে মোশাররফ করিম। বুধবার তাঁকে দেখা গেল স্টার সিনেপ্লেক্সে। এমন মোশাররফ করিমকে দেখে অবাক দর্শক–ভক্তরা। কী হয়েছে অভিনেতার? জানা গেল, দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি অস্ত্রোপচার হয় মোশাররফ করিমের। এদিকে নিজের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। বাধ্য হয়ে ব্যান্ডেজ পায়ে হুইলচেয়ারে চলতে হচ্ছে তাঁকে।

গল্প আর চরিত্র পছন্দ হলে ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম চলচ্চিত্রে অভিনয় করেন। এবার ঈদে শুধু সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চক্কর। যাঁরাই ছবিটি দেখছেন, প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে। মোশাররফ করিমের কাছেও ছবিটি নিয়ে ইতিবাচক সব কথাবার্তা পৌঁছে যাচ্ছে।

‘চক্কর’–এ কেন
দেশের পাশাপাশি গেল কয়েক বছরে ভারতীয় পরিচালকের ছবিতেও অভিনয় করেছেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ছবিগুলোয় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি ছবিটির শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম। কী ভেবে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চরিত্রটা ক্যাজুয়াল অ্যাপ্রোচের একজন মানুষের। এমন তিনটা দিক ছবিতে খুঁজে পেয়েছি, মনে হয়েছে, এটা আমার করা উচিত। সবচেয়ে বড় কথা, চরিত্রের একটা সর্ম্পূণতা আছে।’

মোশাররফ করিম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ