অফিস খুলবে কাল, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
Published: 5th, April 2025 GMT
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন অনেক মানুষ। টানা নয় দিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (৬ এপ্রিল) খুলবে সরকারি অফিস। তাই, সরকারি চাকিরজীবীসহ অন্য পেশার লোকজন আজ শনিবার ঢাকায় ফিরছেন।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। কেউ বাসে, কেউ লঞ্চে আবার কেউবা ট্রেনে করে ঢাকায় আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে মানুষের চাপ বাড়ছে। সদরঘাট ও সায়দাবাদসহ বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়েছে।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে। দীর্ঘ যাত্রার পর যাত্রীরা ক্লান্তি নিয়ে গাড়ি থেকে নামছেন। বেলা যত গড়াচ্ছে, তত বাড়ছে রাজধানীমুখী যাত্রীর স্রোত।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাল অফিস খুলবে, এ কারণে আজ যাত্রীর চাপ বেশি। সকালে যাত্রী কম থাকলেও বিকেল ও সন্ধ্যায় চাপ বাড়বে।
তারা জানিয়েছেন, এবার দীর্ঘ দিন ছুটি থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। স্বস্তিতেই আসা-যাওয়া করতে পেরেছেন যাত্রীরা।
কয়েক জন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদযাত্রায় পথে ভোগান্তি না থাকলেও ভাড়া বেশি নিয়েছে পরিবহনগুলো। এতে যাত্রীদের ওপর আর্থিক চাপ পড়েছে। ঈদের ছুটিতে যাওয়ার সময়ও একই চিত্র ছিল।
চট্টগ্রাম থেকে বাসে করে সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছেন কামরুজ্জামান। তিনি রাইজিংবিডিকে বলেন, আমি ও আমার ভাই পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমি ঢাকায় চাকরি করি, তাই সায়দাবাদে এসে নেমেছি। আমার ভাই দাউদকান্দিতে চাকরি করে। সে তার পরিবার নিয়ে দাউদকান্দিতে বাস থেকে নেমে গেছে। কিন্তু, তার কাছ থেকে ঢাকার ভাড়া নেওয়া হয়েছে। ঈদ ছাড়া অন্য সময় হলে দাউদকান্দি পর্যন্তই ভাড়া নিতো। এভাবে বাসগুলো যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে। শুনলাম, সব রুটে একই অবস্থা।
এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে এক দিনসহ শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি মিলে টানা ৯ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আজ ৫ এপ্রিল ছুটি শেষ হচ্ছে। আগামীকাল অফিস খুলবে। তাই, কর্মজীবী মানুষরা আজই ঢাকায় ফিরছেন।
ঢাকা/এনএফ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ