ঈদের পর প্রথম কর্মদিবসে নারী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আধঘণ্টার এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি বাফুফে সভাপতি। 

যদিও পরে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ভুটানে ক্লাব ফুটবল খেলতে যাওয়া মেয়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা। সে সাক্ষাতে নাকি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের কথা মনে করিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। ক্রীড়া পরিষদ, অলিম্পিক, সেনাবাহিনীসহ অনেক প্রতিষ্ঠান প্রতিশ্রুত পুরস্কার দিলেও বাফুফে এখনও ঘোষিত অর্থ দেয়নি নারী ফুটবলারদের।

জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টের জন্য ক্যাম্পে কোচ পিটার বাটলারের অধীনে বিদ্রোহ করা নারী ফুটবলাররা ফিরবেন কিনা? মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে প্রশ্নটি বেশ কয়েকবার করা হলেও এড়িয়ে যান তিনি, ‘তারা বিদেশে লিগ খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয়। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি।’ 

আজ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা আরও ৪৯ ফুটবলারের। আগামীকাল আসবেন ব্রিটিশ কোচ। তাঁর অধীনে সানজিদা-কৃষ্ণারা অনুশীলনে ফিরবেন বলে স্পষ্ট করে বলেছেন নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘তারা এ কোচের অধীনেই অনুশীলনে ফিরবে।’ 

যদিও নারী ফুটবলারদের ভাষ্য অন্য রকম, ‘আগে কোচ, খেলোয়াড় ও ফেডারেশন সব পক্ষ বসবে, এরপর অনুশীলন।’ ভুটানের ক্লাবের হয়ে খেলতে আজ সকালে এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন ছয় নারী ফুটবলার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল ত ব থ আওয় ল ফ টবল র

এছাড়াও পড়ুন:

পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাব-স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্স প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।

আরো পড়ুন:

খালে ভাসছিল যুবকের লাশ

ঝলসানো যুবকের মরদেহ মিলল নদীর পাশের জঙ্গলে

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘‘ধারণা করছি, সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু তার চুরিও হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কিনা সেটা তদন্তের পরে বলা যাবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ