মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার হাজার। ধর্ম–বর্ণ–ধনী-গরিবনির্বিশেষে কেউ ছাড় পায়নি। দেশের মধ্যাঞ্চলেই ক্ষয়ক্ষতি বেশি। বিশেষ করে মান্দালয় অঞ্চলে।
মান্দালয় ও পাশের অমরাপুরা মিয়ানমারের পুরোনো রাজধানী। ফলে এখানে আছে পুরোনো দিনের অনেক স্থাপনা। আবার ভূমিকম্পের কেন্দ্রও ছিল এই শহরের খুব কাছে। ফলে মান্দালয়ের অবস্থা হয়েছে আণবিক বোমা পড়ার পর হিরোশিমা-নাগাসাকির অবস্থার মতো।

মিয়ানমারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই শহরের মুসলমান পরিবারগুলো ভূমিকম্পে বাড়তি বিধ্বস্ত। ভূমিকম্প আঘাত হানে শুক্রবার জুমার সময়। এই অঞ্চলের প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষদের বড় অংশ এ সময় মসজিদে ছিলেন। জুমা সাধারণত একটা নির্দিষ্ট সময়ে মসজিদেই পড়ার রেওয়াজ। আবার ভূমিকম্পের দিনটি ছিল রোজার মাসের শেষ জুমাবার। ফলে উপস্থিতির সংখ্যা ছিল স্বাভাবিক জুমার চেয়ে বেশি।

ভূমিকম্প আঘাত হেনেছিল দুপুরে নামাজের সময়ে। মুসল্লিরা কেউ মসজিদে এ সময় ছিলেন রুকুতে, কেউ সিজদায়, কেউবা মোনাজাতে। কোথাও নামাজ সবে শুরু হচ্ছিল। মধ্য মিয়ানমারের মসজিদগুলোও অধিকাংশ পুরোনো আমলের তৈরি।

ভূমিকম্পের আঘাতে স্থাপনাগুলো সহজেই ভেঙেচুরে পড়ে যায়। দুই দফা কম্পন হয়। প্রথম কম্পনে বেঁচে যাওয়ারা যখন আহত ব্যক্তিদের সরাচ্ছিলেন, তখন আরও জোরের দ্বিতীয় কম্পন হয়। ফলে ইতিমধ্যে বেঁচে যাওয়ারাও আহত-নিহত হন।

ফলাফল হয়েছে ভয়াবহ এক ট্র্যাজেডি। মুসলমান পল্লিগুলোতে শোকের মাতম যেন খানিকটা বেশিই। বিধবাদের কান্নায় ভারী হয়ে আছে পরিবেশ। অনেক পাড়ায় মৃতদের দাফন-কাফনও আটকে ছিল অনেকটা সময়। কারণ, একদিকে পুরুষ মানুষের অভাব, অন্যদিকে এসব অঞ্চলে সরকার বলে কিছু নেই এখন। গৃহযুদ্ধের কারণে সামরিক বাহিনী উদ্ধার তৎপরতার জন্য আসতেও সাহস পাচ্ছে না। স্থানীয় মানুষের কাছে তারা খুবই ঘৃণিত সংস্থা। ফলে রাষ্ট্রীয় উদ্ধার ও ত্রাণ তৎপরতাও এখানে খুব অল্প।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মান্দালয় ও সাগাইংয়ের মাঝ দিয়েই বইছে মিয়ানমারের প্রাণরেখা ইরাবতী নদী। ইরাবতীর পশ্চিমে হলো সাগাইং এবং পূর্বে মান্দালয়। সাগাইংয়ে রয়েছে মিয়ানমারের সবচেয়ে বড় মাদ্রাসা।

এই নদীর দুই দিকে আগে থেকেই অনেক মুসলমান বসতি। এখানকার মুসলমানদের বাহ্যিক দিক দেখে বাংলাদেশের মতো বোঝা যায় না। তবে মসজিদ দেখে আশপাশের জনবসতির ধরন টের পেতে হয়। মসজিদগুলোও স্থাপত্যে বাংলাদেশ-ভারতের চেয়ে ভিন্ন। বামার স্থাপত্য নকশায় সেগুলো তৈরি। মসজিদগুলো এখানে অনেক ক্ষেত্রে বিদ্যাপীঠ হিসেবেও ব্যবহৃত হতো।

এ রকম অনেক মসজিদই এখানে রাজা বোধাপায়ার আমলে তৈরি। অমরাপুরা যখন ১৭৮৩ সালে রাজধানী হিসেবে ঘোষিত হয়, সেই বোধাপায়ার আমলে রাজদরবারে মুসলমানদের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কেবল বাংলা নয়, সুদূর আফগানিস্তান থেকেও এখানে অনেক মুসলমান এসেছেন তখন। এ সময় মান্দালয়-অমরাপুরা সড়কজুড়ে কিছু পরপরই অনেকগুলো মসজিদ তৈরি হয়। কিছু দরগাহও আছে এদিকে। এখানেই আছে বিখ্যাত আবিদ হুসাইনির লিঙ জিঙ গোয়ে দরগাহ। মান্দালয়ে রাজা মিঙদিনের আমলে রাজপ্রাসাদের ভেতরও মসজিদ ছিল। সেসময় বার্মিজ মুসলমানদের মক্কায় হজের সময় থাকার জন্য সেখানে বাড়ি বানিয়েছিলেন এখানকার রাজা। বলা বাহুল্য, সেসব দিন এখন একান্ত অতীতের বিষয়।

এখানকার টিকে থাকা মসজিদ ও দরগাহগুলো সংস্কারের প্রতি পরবর্তী সময়ের বামার জাতীয়তাবাদীদের খুব বেশি আগ্রহ ছিল না। এমনকি মুসলমানরা নিজেরা সেসবের সংস্কার করতে চাইলেও অনুমতি পাওয়ার সমস্যা ছিল। ২০১২-১৩ থেকে এসব বিষয়ে একধরনের বিদ্বেষই দেখা যেতে শুরু করে।

এরপরও অনেক মুসলমান স্থাপনা টিকে ছিল এদিকে। কিন্তু এবারের ভূমিকম্পে সব ধূলিসাৎ হয়ে গেল। আরাকানের বাইরে মিয়ানমারজুড়ে মুসলমানের সংখ্যা কত—এ নিয়ে বিভ্রান্তি আছে। কামিয়ান ছাড়া অন্য কোনো মুসলিম সম্প্রদায়কে এখানে পৃথক ‘জাতি’সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। তবে অনেক সংস্কৃতির মুসলমান আছেন দেশজুড়ে। সরকার জাতি হিসেবে স্বীকার না করলেও কেন্দ্রীয় এই অঞ্চলে মুসলমানরা নিজেদের ‘বার্মিজ মুসলমান’ বলে উল্লেখ করে থাকে।

স্বীকৃতি-অস্বীকৃতি মিলে আরাকানের বাইরে এ রকম ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা হবে অন্তত ১৫ লাখ। এর বড় একাংশ রেঙ্গুন এবং আরেক অংশ ইরাবতীর দুই পাড়ে থাকতেন। মিয়ানমারের অন্যান্য অঞ্চল থেকে কেন্দ্রীয় অঞ্চলে মুসলমানরা তুলনামূলকভাবে শান্তিতে থাকতে পারতেন। তবে ভূমিকম্প এবার এ রকম মানুষদের বড় সংখ্যায় উদ্বাস্তু করেছে। বিশেষ করে নারীপ্রধান পরিবারের সংখ্যা বাড়িয়েছে বিপুল।

রেঙ্গুন থেকে এক বন্ধু জানালেন সাগাইং ও মান্দালয়ে অন্তত এক হাজার মুসলমানের মারা যাওয়ার খবর মিলছে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। কিছু অঞ্চল এখনো স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথম তিন দিন সাগাইংয়ে কোনো উদ্ধার তৎপরতাই ছিল না বলা যায়। কারণ, বাড়িঘরের চার ভাগের তিন ভাগই পড়ে গেছে।

রেঙ্গুন সূত্রে পাওয়া খবর হলো, মসজিদ বিধ্বস্ত হয়েছে অন্তত এক শ। তবে এই তথ্য তৃতীয় কোনো পক্ষ দ্বারা যাচাইয়ের সুযোগ নেই।

সরকারি উদ্ধার তৎপরতার অনুপস্থিতির মাঝে মালয়েশিয়া থেকে একদল উদ্ধারকারী এসে মান্দালয় ও সাগাইংয়ে বিধ্বস্ত মসজিদের সুরকির নিচে থেকে মৃতদেহ বের করছে। উদ্ধারকর্মীদের সর্বশেষ হিসাবে ইরাবতীর দুই পাড়ে বিধ্বস্ত হয়নি এমন মসজিদ পাওয়া দুষ্কর। বলা বাহুল্য, বৌদ্ধদের অনেক প্যাগোডাও এই দুর্যোগে বিধ্বস্ত হয়েছে। কিন্তু সেখানে মৃতের সংখ্যা মুসলমানদের মতো নয়। কারণ, দুপুরে সেখানে মসজিদের মতো জনসমগাম ছিল না। তবে বৌদ্ধ ধর্মালয়ের কিছু আবাসিক ভবন ধসে অনেক শিক্ষার্থী মারা গেছেন এদিকেও। এর বাইরেও ধর্ম–জাতিনির্বিশেষে মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে।

সরকারি হিসাবে মৃতের সংখ্যা এ মুহূর্তে সাড়ে তিন হাজারের মতো। তবে মৃত্যুর চেয়েও ধ্বংসলীলাই ঘটেছে সীমাহীন। আশপাশের অঞ্চলের মধ্যে পঁচাত্তর বছর আগে কেবল আসামে এ রকম ভয়াবহ মাত্রার ভূমিকম্প ঘটেছিল।

আলতাফ পারভেজ: গবেষক ও লেখক

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ভ ম কম প র ম সলম ন ক ম সলম ন অন ক ম সরক র মসজ দ এ রকম

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ