Samakal:
2025-09-18@02:36:01 GMT

ই-বাইক

Published: 6th, April 2025 GMT

ই-বাইক

বাংলাদেশে রিচার্জেবল প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারে পুরোপুরি গ্রাফিন ব্যাটারি পরিচালিত ইলেকট্রিক বাইকের কথা জানালেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি।
মডেলের প্রধান বৈশিষ্ট্য ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। ইকো মোডে গতি ৩০ কিলোমিটার/ ঘণ্টা। পূর্ণ চার্জে পথ চলতে সক্ষম ৮০ কিলোমিটার। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ ঘণ্টা, যখন পূর্ণ চার্জে ৫০ কিলোমিটার পথ যেতে পারে।
২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি পাঁচ শতাধিক চার্জিং সাইকেল সমর্থন করে।
পূর্ণ চার্জে মাত্র ২.

০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি পূর্ণ চার্জ হতে সময় নেয় ১০.৬ ঘণ্টা।
নির্মাতারা জানান, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে মডেলটি ডিজাইন করা। সামনে ডিস্ক ব্রেক আর পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা স্টপিং পাওয়ার নিশ্চিত করে। রিয়ার ও ফ্রন্ট হাইড্রোলিক সাসপেনশন। রাতে নিরাপদ যাত্রায় রয়েছে এলইডি লাইটিং সিস্টেম। যার মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল।
উদ্যোক্তারা জানায়, বাইকের ওজন ১৪০ কেজি। হালকা ফ্রেমে সামনে ও পেছনে ৯০/৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ারযুক্ত বাইকটি গ্রিপ ও ভারসাম্য নিশ্চিত করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ এমএম। ফলে অসমান পথে অসুবিধা হয় না। সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে, যা প্রয়োজনে জিনিস বহনের সুবিধা দেবে। সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব চলাচলে সময়োপযোগী প্রযুক্তি, যথাযথ পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের সঙ্গে পরিবেশ সচেতনতার প্রতীক।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন শ চ ত কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা
  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা