Samakal:
2025-11-03@08:24:17 GMT

ই-বাইক

Published: 6th, April 2025 GMT

ই-বাইক

বাংলাদেশে রিচার্জেবল প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারে পুরোপুরি গ্রাফিন ব্যাটারি পরিচালিত ইলেকট্রিক বাইকের কথা জানালেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি।
মডেলের প্রধান বৈশিষ্ট্য ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। ইকো মোডে গতি ৩০ কিলোমিটার/ ঘণ্টা। পূর্ণ চার্জে পথ চলতে সক্ষম ৮০ কিলোমিটার। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ ঘণ্টা, যখন পূর্ণ চার্জে ৫০ কিলোমিটার পথ যেতে পারে।
২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি পাঁচ শতাধিক চার্জিং সাইকেল সমর্থন করে।
পূর্ণ চার্জে মাত্র ২.

০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি পূর্ণ চার্জ হতে সময় নেয় ১০.৬ ঘণ্টা।
নির্মাতারা জানান, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে মডেলটি ডিজাইন করা। সামনে ডিস্ক ব্রেক আর পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা স্টপিং পাওয়ার নিশ্চিত করে। রিয়ার ও ফ্রন্ট হাইড্রোলিক সাসপেনশন। রাতে নিরাপদ যাত্রায় রয়েছে এলইডি লাইটিং সিস্টেম। যার মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল।
উদ্যোক্তারা জানায়, বাইকের ওজন ১৪০ কেজি। হালকা ফ্রেমে সামনে ও পেছনে ৯০/৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ারযুক্ত বাইকটি গ্রিপ ও ভারসাম্য নিশ্চিত করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ এমএম। ফলে অসমান পথে অসুবিধা হয় না। সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে, যা প্রয়োজনে জিনিস বহনের সুবিধা দেবে। সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব চলাচলে সময়োপযোগী প্রযুক্তি, যথাযথ পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের সঙ্গে পরিবেশ সচেতনতার প্রতীক।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন শ চ ত কর

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’