আর্থিক ব্যবস্থাপনা সবার ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার আয় যতই হোক, এর সঠিক ব্যবস্থাপনা জরুরি। বর্তমানে এ কাজে আপনার মুঠোফোনই হতে পারে কার্যকর একটি টুল। অ্যাপে রাখতে পারেন বড় খরচের বিল থেকে বন্ধুকে কফি খাওয়ানোর হিসাব কিংবা নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের ফির হিসাব। এভাবে খরচের হিসাব রেখে অ্যাপের মাধ্যমেই আপনার সম্পূর্ণ আর্থিক চিত্র তৈরি করতে পারেন। যেসব অ্যাপ ব্যবহার করতে পারেন:

ওয়াইএনএবি (ওয়াইএনএবি–ইউ নিড আ বাজেট)

আপনার টাকা কোথায় যাচ্ছে, তা জানতে সহায়তা করছে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি। শূন্যভিত্তিক বাজেটিং কৌশলকে গুরুত্ব দেয় অ্যাপটি। আপনার টাকাকে একটি নির্দিষ্ট কাজে বরাদ্দ করতে হয় এই অ্যাপের মাধ্যমে, যা আপনাকে আপনার ব্যয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। এই অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি যুক্ত করা যায়। এতে ব্যাংকে কেমন টাকাপয়সা আছে, তা আপনি সরাসরি জানতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী বাজেট বিভাগ তৈরি করে এই অ্যাপে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। ওয়াইএনএবি ব্যবহারকারীদের আর্থিক শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে, যা তাঁদের সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আপনি কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেট থেকে আপনার বাজেট অ্যাকসেস করতে পারেন।

অ্যান্ড্রো মানি 

এক মিলিয়নের বেশি ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপ আপনার সব খরচ সম্পর্কে তথ্য দক্ষতার সঙ্গে ট্র্যাকিং করতে পারে। অ্যান্ড্রয়েড রেটিং ৪.

৬/৫ এবং অ্যাপস্টোর রেটিং ৪.৫/৫। এই অ্যাপ রিয়েলটাইম খরচ রিপোর্ট করে কোন খাতে সর্বোচ্চ ব্যয় করছেন, কেমন গড় ব্যয় করছেন, তার ধারণা দেয়। নিজের খরচ ও ব্যয় পাই চার্ট, বার চার্ট ও কার্ভ চার্টে দেখার সুযোগ আছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভাগ যোগ, বিয়োগ বা পরিবর্তন করতে পারেন।

আরও পড়ুনএক পয়সা মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে০৬ মার্চ ২০২৫

স্পেন্ডিং ট্র্যাকার

আরেকটি জনপ্রিয় অ্যাপ স্পেন্ডিং ট্র্যাকার। এক মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করছেন। অ্যাপটির বর্ণনায় দেখা যায়, স্পেন্ডিং ট্র্যাকার হলো অ্যাপস্টোরের সবচেয়ে সহজ ও ব্যবহারকারীবান্ধব আয়–ব্যয় ম্যানেজার অ্যাপ। এই অ্যাপ আপনার খরচ ট্র্যাকের মাধ্যমে বাজেট পরিকল্পনায় সহায়তা করে। অর্থ সঞ্চয় করার কৌশলে সহায়তা করে। অ্যান্ড্রয়েড রেটিং ৪.৬/৫ এবং অ্যাপস্টোর রেটিং ৪.৬/৫।

ওয়ালেট

আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে ওয়ালেট। এই অ্যাপ ১০ মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে। অ্যাপের বর্ণনায় বলা হয়েছে, ওয়ালেট একটি সর্বজনীন ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপক, যা আপনাকে অর্থ সঞ্চয় ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে খরচ ট্র্যাক করতে ও প্রতিটি টাকা (ডলার) কোথায় যাচ্ছে, তা জানতে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে সংযুক্ত করতে পারে। আপনার অর্থকে কার্যকরভাবে পরিচালনা ও সহায়তা করার জন্য আপনার ব্যয় ও নগদ আয় সম্পর্কে ধারণা দেয় এই অ্যাপ। ওয়ালেট আপনাকে আপনার অর্থ আপনার মতো করে দেখার সুযোগ করে দিচ্ছে যেকোনো জায়গা থেকে যেকোনো সময়। অ্যান্ড্রয়েড রেটিং ৪.৮/৫ এবং অ্যাপস্টোর রেটিং ৪.৬।

আরও পড়ুনখাবারের অপচয় ও ব্যয় কমাবেন যেভাবে১১ মার্চ ২০২৪

পকেটগার্ড

এই অ্যাপ প্রায় এক লাখের বেশি বার ডাউনলোড হতে দেখা যায়। পকেটগার্ড অ্যাপের বর্ণনায় বলা হচ্ছে, এই অ্যাপ আপনার বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ অ্যাপ। পকেটগার্ড আপনার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে সহজ করার জন্য ও উন্নত অ্যালগরিদমের সাহায্যে আপনার আর্থিক যাত্রাকে পরিবর্তন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ বাজেটকে সহজ ও সাবলীল করে তুলছে। আপনাকে আপনার আর্থিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে সুযোগ দিচ্ছে এই অ্যাপ।

ইনটুইট ক্রেডিট কার্মা

এই অ্যাপ অ্যান্ড্রয়েড প্লে স্টোরে ৫০ মিলিয়নের বেশি বার ডাউনলোড হতে দেখা যায়। অ্যাপের মাধ্যমে নিজের মাসিক খরচের ওপর নজর রাখতে পারেন। প্লে স্টোরের রেটিং ৪.৮/৫ এবং অ্যাপস্টোরের রেটিং ৪.৮/৫।

সূত্র: ফোর্বস ম্যাগাজিন

আরও পড়ুনঅনলাইনে যে ৫টি কাজ করে আয় করতে পারেন২২ নভেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই অ য প র আপন র ব য ব যবহ র আর থ ক খরচ র আপন ক করছ ন

এছাড়াও পড়ুন:

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থানের চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। প্রশংসিত এই চলচ্চিত্র জায়গা করে নিয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের এই আলোচিত চলচ্চিত্রটি। 

৭ দিনব্যাপী এ উৎসবে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’, যা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উৎসবে। 

আরো পড়ুন:

দুই গায়িকার পাল্টাপাল্টি অভিযোগ, দ্বন্দ্ব চরমে

সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা

২০২৪ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘নয়া মানুষ’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। আ. মা. ম. হাসানুজ্জমানের লেখা ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য লিখেন মাসুম রেজা। 

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, “আমি যখন গল্পটি লিখি, তখন এত কিছু ভাবিনি। কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। ‘নয়া মানুষ’ ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের প্রকৃত দর্শন তুলে ধরছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।” 

চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে—এটা আমার জন্য গর্বের বিষয়। কাশ্মীর ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে, যা দেশের চলচ্চিত্রের জন্যও একটি বড় সাফল্য।” 

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চিত্রগ্রহণ করা হয়েছে চলচ্চিত্রটির। চিত্রগ্রহণ পরিচালনা করেছেন কমল চন্দ্র দাস। সিনেমাটির সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়। 

মানবতার বার্তা, ধর্মীয় সহনশীলতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধন নিয়ে ‘নয়া মানুষ’ এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিচ্ছে শান্তি ও সহমর্মিতার বার্তা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ