৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘সব বিসিএস দ্রুত শেষ করার জন্য বর্তমান কমিশন কাজ করছে। আমরা আশা করছি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে দিতে পারব। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুত ভাইভা নেওয়া শুরু হবে। ভাইভা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।’

৪৬তম বিসিএসের বিষয়ে চেয়ারম্যান বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে।

আরও পড়ুনফায়ার সার্ভিসে বড় নিয়োগ, পদ ১৬২৩ ঘণ্টা আগে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এখন খাতা দেখার কাজ চলছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

আরও পড়ুন৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ