Samakal:
2025-09-18@01:51:47 GMT

বৈশাখী সাজে

Published: 8th, April 2025 GMT

বৈশাখী সাজে

বৈশাখের প্রথম দিনে শুরু হয় বাংলা নতুন বছরের উৎসবমুখর যাত্রা। বাংলা নতুন বছর বরণ করে নেওয়া বাঙালির কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ উৎসব ঘিরে বাঙালির ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় সবার মাঝেই লক্ষ্য করা যায় ভিন্ন ধাঁচের সাজসজ্জার আয়োজন। বিশেষ করে নারীর মাঝে দেখা যায় ভিন্ন আঙ্গিকের সাজের বাহার।
বৈশাখের সাজ নিয়ে জারা’স বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, ‘পহেলা বৈশাখের সাজে সবাই চায় শতভাগ বাঙালিয়ানা ফুটিয়ে তুলে নিজেকে নতুনভাবে দেখতে। গরম আবহাওয়ার কথা ভেবে এমনভাবে ফেস মেকআপ করতে হবে, যাতে মেকআপ হালকা হওয়ার পাশাপাশি তা যেন দীর্ঘস্থায়ী হয়। তাই প্রথমেই যা করতে হবে তা হলো স্কিন মেকআপের উপযোগী করে নেওয়া। 
তিনি জানান, প্রাথমিকভাবে মুখ পরিষ্কার করতে ফেসওয়াশ, আইস কিউব দিয়ে ফেস ভালোভাবে সেট করতে হবে। তারপর একটি ভালো মানের টোনার দিয়ে নিতে হবে। বিশেষ করে গরমে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। শরীরের যে জায়গাগুলো এক্সপোজার থাকবে, সেগুলোতে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেওয়া প্রয়োজন। মেকআপ গরমে সব সময় হালকা হওয়া প্রয়োজন।
রুমি বলেন, ‘মেকআপ হালকা রাখার জন্য প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়া প্রয়োজন। এরপর লাইটওয়েট ফাউন্ডেশন অথবা ওয়াটার রেসিস্ট্যান্স ফাউন্ডেশন ব্যবহার করা যায়, তাহলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। চাইলে ভালো মানের ক্রিম লাগিয়ে নিতে পারেন, এতে একটা হালকা বেজ তৈরি হবে। মুখে যে জায়গাগুলো আনইভেন থাকে, সেই জায়গাগুলো ইভেন করার জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কনসিলার ব্যবহার করতে হবে। তারপর পুরো জিনিস পাউডার দিয়ে সেট করে নিতে হবে। কারণ, প্রচণ্ড গরমে পাউডার দিয়ে সেট না করলে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর সেটিংস স্প্রে ব্যবহার করতে হবে; যাতে মেকআপ অনেকক্ষণ থাকে। এর ফলে পহেলা বৈশাখের একটা সুন্দর অবয়ব তৈরি করা যাবে।
চোখের মেকআপের ব্যাপারে এই রূপ বিশেষজ্ঞ বলেন, ‘একটি লাইট বেজের ওপর চোখে মেকআপ করা যায়। চোখের হালকা মেকআপের জন্য কনসিলার ব্যবহার করে হালকা সেট করে নিতে হবে। যেহেতু এটা বাঙালি লুক তাই অনেকে কাজল পছন্দ করেন। কাজল যদি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করা হয় তাহলে সুন্দর দেখাবে।’ 
তিনি আরও বলেন, ‘চোখের সাজে আধুনিক ভাব আনতে দিতে পারেন বিভিন্ন কালারের কাজল বা আইলাইনার। যাদের চোখ ছোট, চাইলে লাইনারের সঙ্গে ওয়াটার লাইনে সাদা বা নুড কালারের কাজল দিতে পারেন। এতে চোখ বড় দেখাবে।’
রুমি জানান, দিনের বেলায় হালকা লিপস্টিক এবং রাতে মেরুন বা হালকা লাল ব্যবহার করা যেতে পারে। এতে বৈশাখের সাজ খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সঙ্গে কপালে ছোট বা বড় টিপ পরা যায়। এতে করে ট্র্যাডিশনাল লুক ফুটে উঠবে।
এখন যেহেতু আবহাওয়া গরম তাই শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে চুলে খোঁপা করার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। তিনি জানান, সামনে সিঁথি কেটে হালকা পাফ করে সেট করে পেছনে খোঁপা করতে পারেন অথবা সামনে ফ্রেঞ্চ বেণি করে পনি টেইল কিংবা মেসি বান করতে পারেন চুলে। তাঁর মতে, এখন যেহেতু চুল কার্ল করার একটা ট্রেন্ড চলছে, চাইলে একটু ফ্রন্ট সেটিং করে পেছনের চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে রাখা যেতে পারে। চাইলে চুলে কাঁচা ফুল পরা যায়। এতে আরও বেশি সুন্দর দেখাবে।
নববর্ষের উৎসবে নিজেকে সাজাতে পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন গহনাও। এ প্রসঙ্গে রুমি বলেন, ‘বৈশাখে মাটির গহনার প্রচলন সেই শুরু থেকেই। বৈশাখের সাজকে মাটির গহনা আরও বেশি ইউনিক করে তোলে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে অ্যান্টিক জুয়েলারি পরতে পারেন। এতে বাঙালিয়ানা ব্যাপারটা আরও বেশি ফুটে উঠবে।’ v

ছবি সৌজন্য: হরিতকী

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ খ উৎসব ব যবহ র কর স ট কর ম কআপ আরও ব

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ