বৈশাখের প্রথম দিনে শুরু হয় বাংলা নতুন বছরের উৎসবমুখর যাত্রা। বাংলা নতুন বছর বরণ করে নেওয়া বাঙালির কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ উৎসব ঘিরে বাঙালির ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় সবার মাঝেই লক্ষ্য করা যায় ভিন্ন ধাঁচের সাজসজ্জার আয়োজন। বিশেষ করে নারীর মাঝে দেখা যায় ভিন্ন আঙ্গিকের সাজের বাহার।
বৈশাখের সাজ নিয়ে জারা’স বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, ‘পহেলা বৈশাখের সাজে সবাই চায় শতভাগ বাঙালিয়ানা ফুটিয়ে তুলে নিজেকে নতুনভাবে দেখতে। গরম আবহাওয়ার কথা ভেবে এমনভাবে ফেস মেকআপ করতে হবে, যাতে মেকআপ হালকা হওয়ার পাশাপাশি তা যেন দীর্ঘস্থায়ী হয়। তাই প্রথমেই যা করতে হবে তা হলো স্কিন মেকআপের উপযোগী করে নেওয়া।
তিনি জানান, প্রাথমিকভাবে মুখ পরিষ্কার করতে ফেসওয়াশ, আইস কিউব দিয়ে ফেস ভালোভাবে সেট করতে হবে। তারপর একটি ভালো মানের টোনার দিয়ে নিতে হবে। বিশেষ করে গরমে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। শরীরের যে জায়গাগুলো এক্সপোজার থাকবে, সেগুলোতে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেওয়া প্রয়োজন। মেকআপ গরমে সব সময় হালকা হওয়া প্রয়োজন।
রুমি বলেন, ‘মেকআপ হালকা রাখার জন্য প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়া প্রয়োজন। এরপর লাইটওয়েট ফাউন্ডেশন অথবা ওয়াটার রেসিস্ট্যান্স ফাউন্ডেশন ব্যবহার করা যায়, তাহলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। চাইলে ভালো মানের ক্রিম লাগিয়ে নিতে পারেন, এতে একটা হালকা বেজ তৈরি হবে। মুখে যে জায়গাগুলো আনইভেন থাকে, সেই জায়গাগুলো ইভেন করার জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কনসিলার ব্যবহার করতে হবে। তারপর পুরো জিনিস পাউডার দিয়ে সেট করে নিতে হবে। কারণ, প্রচণ্ড গরমে পাউডার দিয়ে সেট না করলে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর সেটিংস স্প্রে ব্যবহার করতে হবে; যাতে মেকআপ অনেকক্ষণ থাকে। এর ফলে পহেলা বৈশাখের একটা সুন্দর অবয়ব তৈরি করা যাবে।
চোখের মেকআপের ব্যাপারে এই রূপ বিশেষজ্ঞ বলেন, ‘একটি লাইট বেজের ওপর চোখে মেকআপ করা যায়। চোখের হালকা মেকআপের জন্য কনসিলার ব্যবহার করে হালকা সেট করে নিতে হবে। যেহেতু এটা বাঙালি লুক তাই অনেকে কাজল পছন্দ করেন। কাজল যদি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করা হয় তাহলে সুন্দর দেখাবে।’
তিনি আরও বলেন, ‘চোখের সাজে আধুনিক ভাব আনতে দিতে পারেন বিভিন্ন কালারের কাজল বা আইলাইনার। যাদের চোখ ছোট, চাইলে লাইনারের সঙ্গে ওয়াটার লাইনে সাদা বা নুড কালারের কাজল দিতে পারেন। এতে চোখ বড় দেখাবে।’
রুমি জানান, দিনের বেলায় হালকা লিপস্টিক এবং রাতে মেরুন বা হালকা লাল ব্যবহার করা যেতে পারে। এতে বৈশাখের সাজ খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সঙ্গে কপালে ছোট বা বড় টিপ পরা যায়। এতে করে ট্র্যাডিশনাল লুক ফুটে উঠবে।
এখন যেহেতু আবহাওয়া গরম তাই শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে চুলে খোঁপা করার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। তিনি জানান, সামনে সিঁথি কেটে হালকা পাফ করে সেট করে পেছনে খোঁপা করতে পারেন অথবা সামনে ফ্রেঞ্চ বেণি করে পনি টেইল কিংবা মেসি বান করতে পারেন চুলে। তাঁর মতে, এখন যেহেতু চুল কার্ল করার একটা ট্রেন্ড চলছে, চাইলে একটু ফ্রন্ট সেটিং করে পেছনের চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে রাখা যেতে পারে। চাইলে চুলে কাঁচা ফুল পরা যায়। এতে আরও বেশি সুন্দর দেখাবে।
নববর্ষের উৎসবে নিজেকে সাজাতে পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন গহনাও। এ প্রসঙ্গে রুমি বলেন, ‘বৈশাখে মাটির গহনার প্রচলন সেই শুরু থেকেই। বৈশাখের সাজকে মাটির গহনা আরও বেশি ইউনিক করে তোলে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে অ্যান্টিক জুয়েলারি পরতে পারেন। এতে বাঙালিয়ানা ব্যাপারটা আরও বেশি ফুটে উঠবে।’ v
ছবি সৌজন্য: হরিতকী
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ খ উৎসব ব যবহ র কর স ট কর ম কআপ আরও ব
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি