টিএসসিতে ‘ভালো কাজের হালখাতায়’ লেখা মনের কথা
Published: 14th, April 2025 GMT
পয়লা বৈশাখে মনের ইচ্ছা প্রাণ খুলে লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের দিকের দেয়ালে ‘ভালো কাজের হালখাতা' নাম দিয়ে ডিজিটাল ব্যানার রাখা হয়েছে।
সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা, ডিজিটাল ব্যানারে যার যার খুশি মতো লিখছেন।
আরো পড়ুন:
ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ, বৈষম্যহীনতার বার্তা
সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
ব্যানারের ওপরের দিকের মাঝখানে লেখা ‘ভালো কাজের হালখাতা'। আর তার বাঁ পাশে লেখা ‘যাহা পাইতে চাই’। ডান পাশে লেখা ‘যাহা হারাইতে চাই’। নিচের দিকে সাধারণ দর্শনার্থীদের মনের কথা লেখার জন্য ফাঁকা রাখা হয়েছে। লেখার জন্য দুটি মার্কারও রাখা হয়েছে।
সোমবার বিকালে গিয়ে দেখা যায়, একঝাঁক দর্শনার্থী ব্যানারে লিখছেন, যা খুশি তাই লিখছেন। সেখানে ভিড় কোনোভাবেই শেষ হচ্ছিল না।
ব্যানারের ‘যাহা কিছু পাইতে চাই’ অংশে বেশ কিছু লেখা নজর কেড়েছে। এসব লেখার মধ্যে রয়েছে, ‘ইউনূস সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই’, ‘হাসিনার ফাঁসি চাই’, ‘হাসিনা-মোদীর বিয়ে চাই’, ‘উন্নত মানসিকতার ভালো সমাজ চাই’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘কুয়েটে রাজনীতি বন্ধ চাই’, ‘নববর্ষ উপলক্ষে ধর্মনিরপেক্ষ সরকার চাই’।
আরো লেখা দেখা গেছে সেখানে। কেউ কেউ লিখেছেন, ‘বউ হতে চাই’। কেউ লিখেছেন, ‘সুন্দর বউ চাই’, ‘হ্যান্ডসাম স্বামী চাই’, ‘কুমিলৃলা বিভাগ চাই’।
‘যাহা কিছু হারাইতে চাই’ অংশের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- ‘পুরাতন গাধা দলগুলো থেকে মুক্তি চাই’, ‘জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি বন্ধ চাই’, ‘ইসরায়েলের ধ্বংস চাই’, ‘আওয়ামী লীগ চাই না’। এমন অনেক লেখা রয়েছে সেখানে।
ব্যানারে লিখছিলেন এমন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, “এখন তো শোভাযাত্রাটি ঐতিহাসিক হয়ে গেল। এ ধরনের আরো মৌলিক জিনিস আছে বলে আমার ধারণা। প্রশাসনের উচিত হবে এমন উদ্যোগ আরো নেওয়া।”
ঢাকা/সৌরভ/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পয়ল ব শ খ নববর ষ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫