রাজশাহীতে নদীঘাটে পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন
Published: 15th, April 2025 GMT
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মা নদীর বিদিরপুর ঘাটে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এতে চর আষাড়িয়াদহ ও আলাতুলী ইউনিয়নের মানুষজন অংশ নেন।
প্রতিবাদে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘাট এলাকায় জড়ো হন। ‘ঘাট নয়, যেন মরণফাঁদ’, ‘চাঁদাবাজি বন্ধ করো’, ‘সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া চাই’ ইত্যাদি স্লোগান দেন।
খোঁজ নিয়ে জানা যায়, এই ঘাটের ইজারা রাজশাহী বিভাগীয় প্রশাসন দিয়ে থাকে। ঘাট ইজারার জন্য প্রশাসনের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ঘাটের সরকারি ইজারামূল্য বেশি হওয়ায় কেউ ঘাট নেয়নি। পরে স্থানীয়ভাবে কয়েকজনকে ২৮ দিনের জন্য দেড় লাখ টাকায় ঘাটটি ইজারা দেওয়া হয়েছে। তাঁরা দুই দিন ধরে ঘাট পরিচালনা করছেন। কিন্তু পারাপারের জন্য প্রশাসন যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তা মানাছেন না ঘাটের মাঝিরা। তাঁরা অতিরিক্ত টাকা আদায় করছেন।
মানববন্ধনে বক্তারা জানান, তাঁদের এই ঘাট ছাড়া চলাচলে বিকল্প কোনো পথ নেই। কিছুদিন আগে ঘাট ইজারা হয়েছে। ইজারাদাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে। একজন মানুষ নৌকা দিয়ে পার হলে সরকার নির্ধারিত টোল পাঁচ টাকার জায়গায় ২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে এলাকাবাসী বিপাকে পড়েছেন।
চরের বাসিন্দা আব্দুল্লাহীল কাফি জানান, ঘাটমালিকদের কাছে তাঁরা জিম্মি। জেলা পরিষদ থেকে নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হলেও তাঁরা সেটি মানছেন না। জোর করে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তাঁরা অতিরিক্ত টাকা দিতে চান না।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসরাফুল ইসলাম বলেন, তাঁর এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। জেলা পরিষদের নির্ধারিত ভাড়ার বাইরে কারও কাছ থেকে একটি টাকাও নেওয়া যাবে না। তিনি ঘাটমালিকদের বলে দিয়েছেন সে অনুযায়ী ভাড়া নিতে।
অভিযোগের বিষয়ে ইজারাদারদের একজন হামিদুল ইসলাম (সুজন) বলেন, ‘ঘাটের মূল্য বেড়ে যাওয়ায় ঘাটটি কেউ নেয়নি। পরে এক মাসের জন্য তাঁরা ঘাটটি নিয়েছেন। কিন্তু সাত-আট কিলোমিটারের পথ পাড়ি দিতে জনপ্রতি মাত্র পাঁচ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একটি ইঞ্জিনচালিত নৌকা চালাতে দুজন মানুষের প্রয়োজন হয়, পাঁচ টাকায় তাঁরা কী নিবেন, আর আমরা কী নেব। তাই ভাড়া সংশোধনের জন্য বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।’
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
পুরোনো ভবনের একটি ক্লাসরুম। দেয়ালের রং, পলেস্তারার অবস্থাও খুব একটা ভালো নেই। এ শ্রেণিকক্ষে সারিবদ্ধভাবে সাজানো বেঞ্চ। এক সারির প্রথম বেঞ্চে বসে আছেন টিভি অভিনেতা ইরফান সাজ্জাদের স্ত্রী শারমীন। অন্য সারির শেষের দিকের বেঞ্চে বসা ইরফান সাজ্জাদ। তার কোলে বসে আছে একটি শিশু।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইরফান সাজ্জাদ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই দম্পতি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। কারণ এই ক্লাসরুমে স্ত্রী শারমীনের সঙ্গে তার প্রেমের সূচনা।
আরো পড়ুন:
পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘সহযাত্রী’
ছবির ক্যাপশনে ইরফান সাজ্জাদ বলেন, “গল্পটা শুরু এই ক্লাস রুম থেকেই। সালটা ছিল ২০০৬। আমি ছিলাম ব্যাক বেঞ্চার, সে ছিল প্রথম সারির! ঠিক এই বেঞ্চগুলোতে আমরা বসতাম! সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ক্লাস তখন মূল ভবনের তৃতীয় তলার ৩০৭ নাম্বার রুমে হতো।”
সময় রিক্রিয়েট করার কথা উল্লেখ করে ইরফান সাজ্জাদ বলেন, “আজকে অলমোস্ট ২০ বছর পর সময়টা রিক্রিয়েট করলাম; যদিও আমার কোলে আরো একজন ব্যাক বেঞ্চার আছে! ক্লাস রুমটা একই আছে, ক্লাসরুম একই থাকে শুধু চরিত্রগুলো বদলায়।”
ইরফান সাজ্জাদের সঙ্গে তার ভক্ত-অনুরাগীরাও স্মৃতিকাতর হয়ে পড়েছেন নেটিজেনরা। ফারজানা ববি নামে একজন লেখেন, “আহ! সেই দিনগুলোতে নতুন করে ফিরে গেলাম যেন তোমার স্ট্যাটাস পড়ে। তোমাদের তিনজনের গল্পে আমরাও আছি কিন্তু। শারমীনসহ আবার এলে সবাইকে ডাক দিও একদিন। শিঙাড়ারার আড্ডা খুব মিস করি।”
আরেকজন লেখেন, “মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকুন, এটাই চাই ভাইয়া।” অপর্ণা বড়ুয়া লেখেন, “আমিও এ কলেজ থেকে এমবিএ শেষ করেছিলাম। আপনার অভিনয় খুব ভালো লাগে। শুভকামনা রইল আপনাদের জন্য।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত