চবি কর্মচারীদের নির্ধারিত পোষাক পরিধানে বাধ্যবাধকতা
Published: 15th, April 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারীদের নির্ধারিত পোষাক পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তাদের পোশাক-পরিচ্ছদ ভাতা কেটে নেওয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চবির কর্মরত যেসব কর্মচারী পোষাক-পরিচ্ছদ ভাতা পেয়ে থাকেন, তাদের আগামী ২০ এপ্রিল (রবিবার) থেকে স্ব স্ব পদের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ পোষাক-পরিচ্ছদ পরিধান করে অফিসে উপস্থিত হতে হবে। অফিসে অবস্থান ও দায়িত্ব পালনকালেও আবশ্যিকভাবে পূর্ণাঙ্গ পোষাক-পরিচ্ছদ পরিধান অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হল।
আরো পড়ুন:
চবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল
বউচি খেলায় ঐতিহ্যের স্মৃতি ফিরল চবিতে
এ অফিস আদেশ অমান্যকারীদের প্রাপ্ত পোষাক-পরিচ্ছদ ভাতা কেটে নেওয়া হবে এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যারা চলতি বছরে পোষাক-পরিচ্ছদ ভাতা পাননি, তারাও নিজ খরচে উল্লিখিত তারিখের পূর্বে নির্ধারিত রং ও ডিজাইনে নিজ নিজ পোষাক-পরিচ্ছদ তৈরির পরামর্শ দেওয়া হলো। পোষাকের ধরণ ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর থেকে জানা যাবে।
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//