হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়টি ট্রাম্প প্রশাসনের চাওয়াকে ‘নিয়ন্ত্রণমূলক’ অ্যাখ্যা দেওয়ার পর মঙ্গলবার তিনি এ ‍হুমকি দেন। রিপাবলিকান প্রশাসন বলেছিল, হার্ভার্ডকে তার একাডেমিক কার্যক্রম ঢেলে না সাজালে কেন্দ্রীয় সরকার আর বিশ্ববিদ্যালয়টিতে অনুদান দেবে না। খবর রয়টার্সের। 

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ২২৬ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ার এক দিন পরই প্রতিষ্ঠানকে কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দিলেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি যদি তথাকথিত রাজনৈতিক ও উগ্র মতাদর্শ প্রচার করতে থাকে, তবে তাদের কর-ছাড় বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে হার্ভার্ডকে ‘ইহুদি-বিরোধিতা’র জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, গাজা যুদ্ধ ও ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে গত বছর যখন যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসগুলো বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে, তখন শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। 

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, হার্ভার্ডের ‘রোগগ্রস্ত মতাদর্শ’ ছড়ানো বন্ধ না হলে তার কর-ছাড় সুবিধা বাতিলের বিষয়টি বিবেচনা করছেন তিনি। তবে এ সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবেন, সে বিষয়ে কিছু বলেননি। 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, হার্ভার্ডে ইহুদি ছাত্রদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়টির ক্ষমা চাওয়া উচিত। তাঁর দাবি, হার্ভার্ড ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সিভিল রাইটস অ্যাক্টের শর্ত ভঙ্গ করেছে, যেখানে জাতি বা জাতিগত উৎসের ভিত্তিতে বৈষম্য করলে সরকারি অর্থ বন্ধ করার বিধান রয়েছে। 

হোয়াইট হাউস গত সপ্তাহে হার্ভার্ডের কাছে ক্যাম্পাসে অ্যান্টি সেমেটিজমের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে প্রশাসন, নিয়োগ ও ভর্তি পদ্ধতিতে পরিবর্তনসহ তাদের দাবি-সংবলিত একটি তালিকা পাঠায়। হোয়াইট হাউস যে ব্যাপক পরিবর্তনের দাবি জানিয়েছিল, তার মধ্যে ছিল– বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বন্ধ করা এবং সব ধরনের দৃষ্টিভঙ্গির সমারোহ নিশ্চিত হচ্ছে কিনা, যাচাই করা। তবে এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড সোমবার বলেছে, হোয়াইট হাউস বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র কর ছ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ