নীলফামারীতে প্রান্তিক কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে চারটি উৎপাদকের বাজার বা গ্রোয়ার্স মার্কেট ও একটি পাইকারি  মার্কেট নির্মাণ করা হয়েছে। অথচ এসব মার্কেট এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনই করা হয়নি। দীর্ঘ দেড় যুগ ধরে এসব অবকাঠামো ফেলে রাখায় প্রান্তিক কৃষকের কোনো কাজে আসছে না। 

২০০৭-০৮ অর্থবছরে ‘উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ (এনসিডিপি)’ প্রকল্পের আওতায় নীলফামারী জেলা সদরসহ সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডোমারে গ্রোয়ার্স মার্কেট ও একটি হোলসেল মার্কেট নির্মাণ করা হয়। সরকারি খাস জমিতে এসব মার্কেট নির্মাণে ব্যয় হয় আড়াই কোটি টাকা। অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়ন করে এলজিইডি। এসব মার্কেটে প্যাকিং হাউস, গ্রেডিং, শর্টিং, ওয়াশিং, ড্রাইং ইউনিট, লোডিং, আনলোডিং এরিয়া,  গোডাউন, নারী কর্নার, বাজার কমিটির কার্যালয়, ট্রেনিং সেন্টার, স্যানিটারি ল্যাট্রিনসহ ড্রেন, রাস্তা ও ডাস্টবিন নির্মাণ করা হয়। 
এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কৃষকদের উৎপাদিত পণ্য এসব মার্কেটে আনার কথা ছিল। অথচ পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোতে ফাটল, দেয়ালের প্লাস্টার খসে পড়াসহ দরজা-জানালার গ্রিল ভেঙে গেছে। কিছু অংশ অবৈধ দখলদারদের দখলে ব্যক্তিলাভে ব্যবহার হচ্ছে। আর হোলসেল মার্কেটটি পৌরসভা ইজারা দিচ্ছে।

সরেজমিন দেখা যায়, জেলার চারটি গ্রোয়ার্স মার্কেটের মধ্যে তিনটিতে কোনোদিন হাটই বসেনি। এমনিক আশপাশের কৃষকরাই জানেন না, তাদের জন্য এটি করা হয়েছে। এর মধ্যে শুধু ডোমার গ্রোয়ার্স মার্কেটে ধানের মৌসুমে কয়েকজন পাইকার ধান কেনেন। বাকি সময় থাকে পরিত্যক্ত। এ ছাড়া সৈয়দপুরের চিকলী বাজারের গ্রোয়ার্স মার্কেট চলে গেছে অবৈধ দখলদারদের হাতে। 
হোলসেল মার্কেটটি এখন পৌরসভার দখলে। গত সরকারের আমলে নীলফামারী পৌরসভা নিয়মবহির্ভূতভাবে ছয় বছর ধরে ইজারার মাধ্যমে বরাদ্দ দেয়। সর্বশেষ ২ লাখ টাকা দিয়ে বরাদ্দ নিয়েছেন সদরের নতুন বাজার এলাকার আব্দুর রশিদ নামে একজন ব্যবসায়ী। তিনি সেখানে সপ্তাহে দু’দিন কাঠের ফার্নিচারের ও দু’দিন বাঁশের হাট বসান। আব্দুর রশিদ জানান, এর আগের বছরেও তিনি বরাদ্দ পেয়েছিলেন। গত ছয় বছর থেকে মার্কেটটি এভাবে বরাদ্দ দিচ্ছে পৌরসভা।   

জেলার বড় পাইকারি আড়ত বিসমিল্লাহ সবজি মার্কেটের সাধারণ সম্পাদক মোকছুদ আলম গোল্ডেন বলেন, গ্রোয়ার্স মার্কেটের মাধ্যমে প্রান্তিক কৃষকদের  উৎপাদিত ফসল সরাসরি বড় পাইকারদের কাছে বিক্রির কথা ছিল। কিন্তু বাস্তবে কোনো কাজে আসেনি। তিনি মার্কেটগুলো চালুর দাবি জানান।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা উম্মে কুলসুম জানান, তিনি এ ব্যাপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। মার্কেটগুলো সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হবে।
গ্রোয়ার্স মার্কেট সম্পর্কে জানতেনই না সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। অথচ পদাধিকার বলে তিনি এ মার্কেটের সভাপতি।  জানার পর তিনি বলেছেন, মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে। মার্কেটের ইজারা সম্পর্কেও কিছু জানেন না নীলফামারী পৌরসভার পৌর প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন, যেহেতু প্রশাসকের দায়িত্বে তিনি নতুন, তাই বিষয়টি তাঁর জানা নেই। তবে ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে, সামনের বছর থেকে আর দেওয়া হবে না। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসব ম র ক ট বর দ দ প রসভ উৎপ দ

এছাড়াও পড়ুন:

অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।

গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সম্পর্কিত নিবন্ধ