ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর থেকে তারা এ কর্মসূচি পালন করেন। 

ঢাকা: ছয় দফা দাবি আদায়ে আজ জুমার নামাজ শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গণ থেকে কাফনের কাপড় পরে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে, আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

ফরিদপুর: শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

আরো পড়ুন:

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানালেও কর্তৃপক্ষের উদাসীনতায় আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলা রাষ্ট্রেরই ব্যর্থতা।”

কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান বলেন, ‍“আমরা কাফন পরেছি এই বার্তা দিতে যে, যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, তবে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। সরকারকে অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।”

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলাম বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের অংশ নই, আমরা শুধু আমাদের অধিকার চাই। শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের সমস্যা সমাধানে আন্তরিক না হয়, তাহলে আন্দোলন আরো তীব্র হবে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, "জুমার নামাজের আগে থেকেই আমরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছিলাম, যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের উত্তেজনাকর ঘটনা ঘটেনি।”

রংপুর: একই দাবিতে দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীরা রংপুর পলিটেকনিক ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সেখান থেকে একটি গণমিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এসময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করা হলেও কর্তৃপক্ষ তাদের কথা শুনছে না। তাই বাধ্য হয়ে এবার তারা প্রতীকী ‘কাফনের কাপড়’ পরে মাঠে নেমেছেন। অতি দ্রুত দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের সাব্বির হোসেন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ শিক্ষাবর্ষের ফুয়াদ। 

গোপালগঞ্জ: শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠায়।

এর আগে, সমাবেশে শিক্ষার্থীরা জানান, সরকারকে বলব, তারা যেনে দাবিগুলো দ্রুত মেনে নেয়, তাহলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দেব। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, শিক্ষার্থীরা চায় সরকার যেন তা দূর করে। তা না হলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী মো.

ফয়সাল, মো. রাব্বি, মো. ফজলে রাব্বি বাঁধন ও মো. মোস্তাকিন মিয়া।

নরসিংদী: কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও ছয় দফা দাবি আদায়ে মিছিল করেছে নরসিংদীর সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিলটি নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেপ্রতাপে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে তারা ছয় দফা দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা।

ফেনী: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অষ্টম শ্রেণি বা এসএসসি পাস ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ পদোন্নতির প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বিক্ষোভ মিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘জুলাই ২৪ শহীদ স্মৃতি চত্বরে’ গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

ফেনী পলিটেকনিকের শিক্ষার্থী রাতুল বলেন, ‘আমরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করছি অনেকদিন। সরকার বলেছে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। কিন্তু কাল যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কেউই ছিল না। তাহলে আমাদের যৌক্তিক দাবি মানতে গড়িমসি কেন?’

শিক্ষার্থী সানি বলেন, ‍“ক্রাফট ইনস্ট্রাক্টরদের বেশির ভাগই অষ্টম শ্রেণি বা এসএসসি পাস। তাদের পক্ষে ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া সম্ভব নয়।’

এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা।

ঢাকা/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ছ ল কর ছ কর ছ ন আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির যোগ্যতা জেএসসি পাস হতে হবে। জেএসসি ছাড়াদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তির দরকারি তারিখ—

১. অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।

২. অষ্টম শ্রেণি বা সমমানের সনদবিহীন ভর্তি-ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা : ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

৩. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু : ১৫ মে ২০২৬।

ভর্তির যোগ্যতা—

১. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে। (ভর্তির তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।

২. সরাসরি অনলাইন ভর্তির জন্য: osapsnew.bou.ac.bd

ভর্তির যোগ্যতা(জেএসসি ছাড়া) —

১. যেসব শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৫ তারিখে)।

২. এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. এ জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।

৪. ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। (অনলাইনে আবেদনের তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।

প্রয়োজনীয় কাগজ যা লাগবে—

১. দুই কপি ছবি।

২. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণের সনদ।

৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

ভর্তি ও অন্যান্য ফি—

অনলাইন আবেদন ফি: ১০০ টাকা,

রেজিস্ট্রেশন ফি : ১০০ টাকা,

কোর্স ফি (প্রতি কোর্স ৫২৫ টাকা): ৩৬৭৫ টাকা,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি: ১০০ টাকা,

একাডেমিক ক্যালেন্ডার ফি:৫ টাকা,

ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা,

পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০ টাকা) : ৩৫০ টাকা,

প্রথম বর্ষ নম্বরপত্র ফি : ৭০ টাকা,

মোট আবেদন ফি: ৪৬৯৬ টাকা।

বিজ্ঞান শাখার জন্য দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. অষ্টম শ্রেণি বা সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে।

২. জেএসসি বা জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। ২০২০ সাল কিংবা তার পরবর্তীতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাশ সনদে বা প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে।

৩. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি