‘দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না’, রানাকে নিয়ে উইলিয়ামস
Published: 18th, April 2025 GMT
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রস্তুতি পর্বে ব্যস্ত দুই দলেরই কার্যক্রমে কিছুটা বাধা দিয়েছে বৃষ্টি। তবে ম্যাচের আগে আত্মবিশ্বাসের কমতি নেই সফরকারীদের।
শনিবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস জানালেন, কঠোর প্রস্তুতি নিয়েই নেমেছে তারা। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার গতি কিংবা আগ্রাসন নিয়ে তাদের দুশ্চিন্তার কিছু নেই।
উইলিয়ামস বলেন, ‘রানার গতি অবশ্যই ভালো, তবে এখনকার দিনে অনেক বোলারই জোরে বল করে। দুনিয়ায় তো শুধু একজনই জোরে বল করে না। আমরা এসবের জন্য প্রস্তুত। আমাদের বোলিং মেশিন আছে, যেটা মানুষের চেয়ে অনেক দ্রুতগতিতে বল করতে পারে।’
বৃষ্টিপাত নিয়ে তার অভিমতও ইতিবাচক, ‘গতকাল অনুশীলনের সময় বৃষ্টিটা বেশ উপভোগ করেছি। এটা আমাদের প্রস্তুতিরই অংশ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই মানিয়ে নেওয়াটাই ভালো।’
সিলেটের পিচ প্রসঙ্গে উইলিয়ামস বলেন, ‘এবার উইকেট আগের চেয়ে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আগেরবার লো ও স্লো এবং স্পিন সহায়ক উইকেট পেয়েছিলাম। এবার উইকেটে ঘাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে পেসারদের জন্য সহায়ক হতে পারে। পরিসংখ্যানও বলছে, এখানে প্রায় ৮০ শতাংশ সময়ই পেসারদের জন্য সুবিধাজনক পরিবেশ থাকে।’
পেস লড়াইয়ে বাংলাদেশকে টেক্কা দিতে নিজেদের স্কোয়াড নিয়েও আত্মবিশ্বাসী উইলিয়ামস। তিনি বলেন, ‘আমাদের দলে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচি ও ট্রেভর গুয়ান্দুর মতো স্কিড বোলাররা রয়েছে। ওদের দারুণ দক্ষতা আছে। আশা করছি দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ত ত
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন