জয়পুরহাট পৌরসভার মালিকানাধীন বিপণিবিতানগুলোর দোকানের ভাড়া একলাফে পাঁচ গুণ বাড়ানোর প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পৌরসভার পাঁচটি মার্কেটের পাঁচ শতাধিক ভাড়াটে দোকানির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়পুরহাট পৌরসভার মালিকানাধীন পাঁচটি মার্কেট রয়েছে। এ পাঁচটি মার্কেটের পাঁচ শতাধিক দোকান ভাড়া নিয়ে তাঁরা ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁরা পৌরসভার নির্ধারিত প্রতি বর্গফুট চার ও পাঁচ টাকা হারে ভাড়া পরিশোধ করছিলেন। পৌরসভা কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতি বর্গফুটে দোকানভাড়া ৪ ও ৫ টাকা থেকে বাড়িয়ে ২০ ও ২৫ টাকা নির্ধারণ করে। তাঁরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে যৌক্তিক ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে অটল রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার পূর্ববাজার, মাছুয়া বাজার, নতুন পাঁচুর মোড়ের পৌর মার্কেট ও বাস টার্মিনালের দোকানিরা দোকান বন্ধ রেখে শহীদ ডা.

আবুল কাশেম ময়দানে এসে জড়ো হতে শুরু করেন। সকাল ১০টার দিকে দোকানিরা সেখান থেকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অভিমুখে রওনা হন। সেখানে তাঁরা বেলা একটা পর্যন্ত অবস্থান করেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

জয়পুরহাট পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার মালিকানাধীন মার্কেটগুলোয় প্রতি তিন বছর পর ভাড়া বাড়ানোর নিয়ম রয়েছে। তবে ২০১৬ সালের পর থেকে দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বৃদ্ধি করেনি। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সারা দেশে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার প্রশাসক নিয়োগ দেয়। পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর প্রশাসক গত ফেব্রুয়ারিতে প্রতি বর্গফুট দোকানভাড়া ২০ ও ২৫ টাকা নির্ধারণ করে। দোকানিদের আপত্তির কারণে প্রতি বর্গফুট ২০ টাকা নির্ধারণ করা হয়। দোকানিরা ওই ভাড়াতেও আপত্তি জানিয়েছেন।

পৌর মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এমনিতে ব্যবসা–বাণিজ্য খুব ভালো যাচ্ছে না। হঠাৎ পৌরসভা কর্তৃপক্ষ একলাফে দোকানভাড়া প্রতি বর্গফুটে পাঁচ গুণ বাড়িয়েছে। এটা অযৌক্তিক সিদ্ধান্ত। অযৌক্তিক ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁরা দোকান বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন।

জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রণাধীন সব মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এভাবে ভাড়া বাড়ানো অযৌক্তিক। আমরা যৌক্তিক ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।’

জয়পুরহাটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মো. সবুর আলী প্রথম আলোকে বলেন, তিন বছর পর ভাড়া বাড়ানোর নিয়ম আছে। ২০১৬ সাল থেকে কোনো ভাড়া বাড়ানো হয়নি। ভাড়া বৃদ্ধির জন্য কমিটি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু নিয়মানুযায়ী ভাড়া বাড়েনি। ভাড়া বৃদ্ধি নিয়ে দোকানিরা আপত্তি জানিয়েছেন। এ নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রকল প প রসভ র ম ব যবস য়

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ