আগের রাতে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছিল বার্সেলোনা। নিজেরা দারুণ ‘কামব্যাক’ করার পর রিয়ালকে একটা খোঁচাও দিয়েছিল বার্সা। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর কথা বলেও ব্যর্থ হয়েছিল রিয়াল। ম্যাচ শেষে সেটিই মনে করিয়ে দিয়েছিল বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই খোঁচার জবাবই যেন গতকাল রাতে দারুণ ‘কামব্যাকে’ দিল রিয়াল মাদ্রিদ। বার্সার মতোই শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল। আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পাওয়া ১–০ গোলের এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে চোখধাঁধানো গোলটি করেছেন ফেদে ভালভের্দে।

শেষ মুহূর্তের গোলে পাওয়া এই জয়ের পর ৩২ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। দুই দলেরই এখন ৬টি করে ম্যাচ হাতে আছে। এর মধ্যে আগামী ১১ মে লা লিগায় মুখোমুখি হবে দুই দল। কে জানে, সে ম্যাচই হয়তো লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে।

আরও পড়ুনখাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সার অবিশ্বাস্য জয় ১৯ এপ্রিল ২০২৫

বিলবাও চলতি মৌসুমে লা লিগার অন্যতম সেরা দলগুলোর একটি। এর আগে প্রথম লেগে রিয়ালকে হারের স্বাদও দিয়েছিল তারা। ফলে এই দল নিয়ে ম্যাচের আগে থেকেই অস্বস্তি ছিল রিয়াল শিবিরে। ম্যাচেও যেন সেই অস্বস্তি ফিরে এসেছে বারবার। কিলিয়ান এমবাপ্পেবিহীন রিয়াল প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি।

স্বস্তির জয়ে লড়াইয়ে টিকে থাকল রিয়াল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ