আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধ
Published: 21st, April 2025 GMT
উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে ঢাকার খামারবাড়ির প্রধান ফটক আটকে পূর্ব ঘোষিত ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে খামারবাড়ির মূল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী আসাদুজ্জামান আবির বলেন, “দেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ২৬০টি বেসরকারি কৃষি কলেজে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আছেন। এ শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উচ্চশিক্ষা ও সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন ।”
একই দাবিতে রবিবারও ঢাকার জাতীয় শহীদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এতে সারা দেশের কয়েক শ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।
এছাড়া, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন প্রদান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি জানান তারা।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা হলেন
* চিকিৎসা কর্মকর্তা: ১ জন; হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪ জন; সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৪ জন; সহকারী রসায়নবিদ: ২ জন; সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৯ জন; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮ জন; সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন; সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৩ জন; সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ৩ জন; সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৮ জন; সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১০ জন; উপসহকারী রসায়নবিদ: ২৯ জন; উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৫ জন; উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৬ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময় নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীকালে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিসিআইসির ফলাফল দেখুন এখানে