জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের স্থান ও মাস্টারপ্ল্যান নিয়ে বিতর্কের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।  

রবিবার (২০ এপ্রিল) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের নতুন ভবনের জন্য পূর্বে নির্ধারিত স্থানটি টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (টিএমসি) পরিদর্শন করে বাতিলের সুপারিশ করে। পরবর্তীতে তিনটি বিকল্প স্থান (গণিত ভবন সংলগ্ন এলাকা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উত্তর পার্শ্ব, এবং পদার্থ বিজ্ঞান ভবনের পশ্চিম পাশ ও লেকচার থিয়েটারের দক্ষিণ পার্শ্ব) মূল্যায়ন করা হয়।

আরো পড়ুন:

গাছ কেটে অপরিকল্পিত উন্নয়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবিতে গবেষণাবিষয়ক কর্মশালা

বায়োডাইভার্সিটি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের ভিত্তিতে টিএমসি এবং উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞদের জরিপে পদার্থ বিজ্ঞান ভবনের পশ্চিম পাশ ও লেকচার থিয়েটার সংলগ্ন স্থানটিকে সর্বনিম্ন পরিবেশগত প্রভাবযুক্ত হিসেবে চূড়ান্ত করা হয়। এখানে প্রজাতির বৈচিত্র্য সূচক (পিএসডিআই) অন্যান্য স্থানের তুলনায় কম। এজন্য ভবন নির্মাণে বাস্তুতন্ত্রের ক্ষতি অপেক্ষাকৃত কম হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংশোধিত পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ জন্য ৪ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা বরাদ্দ চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাস্টারপ্ল্যান কমিটির চার সদস্য টিএমসিতে থাকায় ভবনের ডিজাইন ও অবস্থান ক্যাম্পাসের প্রকৃতি-সংরক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।  

বিজ্ঞপ্তিতে জাবি প্রশাসন বলছে, যেকোনো যৌক্তিক ও বাস্তবসম্মত মতামতকে আমরা স্বাগত জানাই। নতুন ভবনের স্থান বা নকশা সংক্রান্ত সুপারিশ থাকলে তা বিবেচনা করা হবে।

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ভবন র পদ র থ

এছাড়াও পড়ুন:

ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের

তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু

ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।

এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
 

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ