আট দাবিতে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি ‘এগ্রি ব্লকেড’ পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। অন্যদিকে, পূর্বঘোষিত পাঁচ দাবি বাস্তবায়নে একই স্থানে বিক্ষোভ করেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) একই স্থানে দুই দল শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নেন। পরস্পর বিরোধী অবস্থান ও বক্তব্যের জের খামারবাড়িতে তুমুল উত্তেজনা বিরাজ করে। গেট বন্ধ করে বিক্ষোভের কারণে সড়কে সৃষ্টি হয় যানজট।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাকিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, “কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনো ভর্তি পরীক্ষা না দিয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি হয়। এছাড়া তারা যে নবম ও দশম গ্রেডে তাদের জন্য সংরক্ষিত রাখার দাবি করছে তা একেবারেই অযৌক্তিক। তাই আমরা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের এই দাবি বিরুদ্ধে দাঁড়িয়েছি।”

আরো পড়ুন:

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী সৈকত ইসলাম রাইজিংবিডিকে বলেন, “আমরা কোনো উসকানিতে পা দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমাদের ২১ সদস্যের প্রতিনিধিদল কর্মক্ষেত্রের সঙ্গে বৈঠকে রয়েছে। বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসে তা শুনে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।”

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা
১.

পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় গেজেট প্রকাশ।
৩. নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে আলাদা কাঠামোয় কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনা।
৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ সংরক্ষণ।
৬. বেসরকারি খাতে নির্ধারিত পে-স্কেল নিশ্চিতকরণ।
৭. মাঠ সংযুক্তি ভাতা প্রদান।
৮. চাকরিতে প্রবেশের পর ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

ঢাকা/রায়হান/মামুন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ