গাজীপুরে ওসির ৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস
Published: 21st, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের বিরুদ্ধে এক ঝুট ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ওসিকে পাঁচ লাখ টাকা এবং একটি ফুল হাতা গেঞ্জি চাওয়ার কথা বলতে শোনা যায়। ব্যবসায়ী সেলিম সিকদার দাবি করেছেন, রেকর্ডটি সত্য এবং তিনি ওসির নিয়মিত হুমকির শিকার হচ্ছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে সেলিম সিকদার বলেন, “অনেক টেনশনে আছি। অডিও ফাঁস হওয়ার আগে থেকেই ওসি বিভিন্ন মাধ্যমে ফোন দিচ্ছিলেন। রেকর্ড ফাঁসের পর উনি চাপ দিচ্ছেন, যেন ফেসবুক লাইভে এসে বলি রেকর্ডটি ভুয়া।”
অডিওতে ওসিকে বলতে শোনা যায়, “তুমি তো আমাকে গেঞ্জি দিলা না, ফুল হাতা। আচ্ছা ঢাকা থেকে নিয়ে আসব। তোমার নানা আমাকে দেখে না কেন? পাঁচ হাজার, দশ হাজার—এই টাকা দিয়ে কী হয়? আমি অনেক চাপ নিচ্ছি। তোমার নানাকে বোলো, আমাকে পাঁচ লাখ টাকা দিতে।”
সেলিম জানান, তার নানা ১০-১৫ বছর আগে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে ফর্মুলা ওয়ান স্পিনিং মিলসের জন্য জমি কিনে দেন এবং তিনি শুরু থেকে সেখানে ঝুট ব্যবসা করে আসছেন।
সেলিমের ভাষ্য অনুযায়ী, ওসি জয়নাল আবেদীন ২০২৩ সালের ৫ আগস্ট থানায় যোগদানের পর তার নম্বর সংগ্রহ করে দেখা করতে বলেন। পরে থানায় গিয়ে জানতে পারেন, ব্যবসা চালিয়ে যেতে হলে তাকে প্রতি মাসে দুই লাখ টাকা করে দিতে হবে। প্রথম মাসে এক লাখ, পরে দেড় লাখ থেকে দুই লাখ পর্যন্ত টাকা দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া সাহাবুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং সেলিমের খালু জাকিরের কাছ থেকেও অর্থ নিয়েছেন ওসি—এমন অভিযোগও তোলেন সেলিম।
সেলিম বলেন, “যেহেতু আমি পাঁচ লাখ টাকা দিতে পারিনি, তাই আমাকে গ্রেপ্তারের হুমকি দেন এবং এক পর্যায়ে ১০ লাখ টাকা দাবি করেন। পরে আমাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আমার পরিবারের কাছ থেকে গরু বিক্রির আড়াই লাখ টাকা নিয়ে আমাকে ছেড়ে দেন।”
তিনি আরো অভিযোগ করেন, পৌরসভার তুলা গবেষণা মাঠ এলাকায় এক বৈঠকে ওসি সরাসরি বলেন, ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে। তখনই তিনি ফোনে কথোপকথনের রেকর্ড করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অডিওটি আমার না। একটি চক্র আমার কণ্ঠ নকল করে বা এডিট করে তা ছড়িয়েছে।”
এ বিষয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার ড.
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫