‘ঘরের মাঠে তো অনেক দিন পর ৫ উইকেট পেলেন...’—কথাটা শুনে মেহেদী হাসান মিরাজ পাল্টা জানতে চাইলেন, ‘কত দিন?’

স্মৃতি হাতড়ে নিজে মনে করতে পারলেন না। সময়ের হিসাবে আড়াই বছর পর আর ম্যাচের হিসাবে ৮ ম্যাচ পর দেশের মাটিতে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। ২০২২ সালে ভারতের বিপক্ষে শেষবার ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

টেস্টে অবশ্য গত বছরই পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ফাইফার পাওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁকে মনে করিয়ে দেওয়া হয় ওই স্মৃতি। রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নেওয়ার পর নাম তুলেছিলেন সেই স্টেডিয়ামের অনার্স বোর্ডে। এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে বোর্ডে নিজের নামটা দেখেও এসেছেন তিনি।

সেই স্মৃতি রোমন্থন করে মিরাজ আজ বলেছেন, ‘অর্জন কিন্তু একদিনে আসে না। কষ্ট করতে হয়, তারপর অর্জনটা আসে। রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট পেয়েছিলাম। যখন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছি, অনার্স বোর্ডে নিজের নাম দেখেছি, ভালো লেগেছে।’

বাংলাদেশেও এমন কিছু দেখতে চান তিনি, ‘বাংলাদেশে এই রীতিটা চালু করা উচিত। যাঁরা বর্তমানে আছেন (দায়িত্বে), আশা করি তাঁরা এটা নিয়ে চিন্তা করবেন।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বেশ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে সেদিনই কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে ফেলে জিম্বাবুয়ে।

সেই অবস্থা থেকে কাল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ২৫ রানে। জিম্বাবুয়েকে ২৭৩ রানে অলআউট করার পথে ৫ উইকেট নিয়েছেন মিরাজ।

এ অর্জনের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘উইকেট পেলে তো সবারই ভালো লাগে। চেষ্টা ছিল ঠিক জায়গা বল করা, দলকে ভালোভাবে সমর্থন দেওয়া। একই সঙ্গে ভাগ্যও সহায় হতে হবে।’

সিলেটের উইকেটে বেশ বাউন্স দেখা যাচ্ছে এবার। স্পিনাররা শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি। একই অবস্থা ছিল মিরাজেরও। তবে দিনের শেষ সেশনে ৪ উইকেট পেয়েছেন তিনি।

উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা জানাতে গিয়ে মিরাজ বলেছেন, ‘যেহেতু আমরা খেলার ভেতরে থাকি, অনেক সময় আমরা বুঝতে পারি যে আমাদের এই উইকেটে কীভাবে বল করতে হয়। কোচদের একটা বার্তা ছিল যে এই উইকেটে পেসটা অনেক গুরুত্বপূর্ণ, কীভাবে পেসটা ধরে রাখা যেতে পারে। তাঁরা আমাদের খুব ভালো পরামর্শ দিয়েছেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫ উইক ট ন উইক ট প

এছাড়াও পড়ুন:

এগিয়ে যাওয়ার দিনে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্টে আজ দ্বিতীয় দিনটা ছিল রোমাঞ্চকর। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস মিলিয়ে পতন হয়েছে মোট ১২ উইকেটের। তবে দিনের খেলা শেষে স্বাগতিকেরা কিছুটা হলেও এগিয়ে। নিজেদের দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে এখনো ৪১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হওয়ার পর ৯ ওভারে বিনা উইকেটে ২৪ রান তুলে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে ৭৪.৪ ওভারে ২৭৮ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় টম ল্যাথামের দল।

ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিং অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন

সম্পর্কিত নিবন্ধ

  • এগিয়ে যাওয়ার দিনে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড