গাজীপুরে হত্যা মামলায় দীপু মনি-পলকসহ ৬ জন আদালতে, ডিম নিক্ষেপ
Published: 22nd, April 2025 GMT
গাজীপুরে গণ-অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে মহানগরের গাছা থানায় দায়ের করা তিনটি মামলায় সাবেক ৩ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী, একজন সেনা ও এক ব্যাংক কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ তাদেরকে হাজির করা হলে, বিচারক ওমর হায়দার এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দু’টি প্রিজনভ্যানে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও ডা.
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, তিনটি মামলার শুনানির দিন মঙ্গলবার ধার্য ছিল। সকালে ছয়জনকে কারাগার থেকে গাজীপুর আনা হয়। বেলা সোয়া ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের গাজীপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। পরে হাজির করা আসামিদের তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত হ জ র কর মন ত র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫