‘তিন মাস হইলো মোর ছইলটার খবর পাও নাই। তারা ছইলটাক কোটে (কোথায়) থুইচে (রেখেছে) তাও জানি না। গুম করি থুইল (রাখলো) নাকি, খুন করলো, সেই খবরও পাইনুনা। তোরা মোর ছইলোক আনি দ্যান বাবা।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের এক নারী। তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয় তিন মাস আগে। এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন তার মা।
অভিযোগ থেকে জানা গেছে, বড় হযরতপুর ইউনিয়নের নানকর রসুলপুর গ্রামের গৌরভ মহন্ত ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এর পর বন্ধুদের নিয়ে উত্ত্যক্ত করা শুরু করে। চার মাস আগে বিষয়টি ওই শিক্ষার্থী তার মাকে জানায়। অভিভাবকরা গৌরভের পরিবারকে বিষয়টি জানায়। গত ২৬ জানুয়ারি রাত ১০টায় ওই শিক্ষার্থী তার শোবার ঘরে লেখাপড়া করছিল।
মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গৌরভ কয়েকজনকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায়। চিৎকার শুনে মা বাইরে এসে দেখেন গৌরভসহ কয়েকজন শিক্ষার্থীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার চেষ্টা করেও তারা মেয়েকে রক্ষা করতে পারেননি। পরদিনই মিঠাপুকুর থানায় গৌরভ চন্দ্র মহন্তসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান বলেন, শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইএসএফ কী, এতে কারা থাকবে, গাজায় তাদের কাজ কী
ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে। তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।
আইএসএফ কীআইএসএফ একটি বহুজাতিক বাহিনী। গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তের সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানোসহ নানা দায়িত্ব পালন করবে তারা। এ ছাড়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে এই বাহিনী।
গাজার নিরাপত্তাসংক্রান্ত অনেক দায়িত্বও নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। ১৯ বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০০৬ সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তাসংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্বেও রয়েছে তারা।
গত অক্টোবরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, গাজায় সহায়তা করতে প্রস্তুত আছে তাঁর দেশ। পরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।কাদের নিয়ে গঠন হবে এই বাহিনীবিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, এই বাহিনী মিসর ও ইসরায়েলের সঙ্গে কাজ করবে। সঙ্গে থাকবে নতুন প্রশিক্ষণ পাওয়া একটি পুলিশ বাহিনীও। ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, এই বাহিনীতে সেনা পাঠাতে চেয়েছে আজারবাইজান ও ইন্দোনেশিয়া।
ওই উপদেষ্টার দেওয়া তথ্যানুযায়ী, আইএসএফে যোগ দেওয়ার জন্য মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও আলাপ চালিয়ে যাচ্ছে। যদিও আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গারগাশ আল-জাজিরাকে বলেছেন, এই বাহিনীতে তাঁর দেশ অংশ নেবে না। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, বাহিনীটির নেতৃত্ব দিতে পারে মিসর।
এ ছাড়া গত অক্টোবরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, গাজায় সহায়তা করতে প্রস্তুত আছে তাঁর দেশ। পরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার বলেছিলেন, গাজার ভূখণ্ডে তুরস্কের সেনাসদস্যদের উপস্থিতি মেনে নেবে না তাঁর দেশ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের দৃশ্য। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে