‘তিন মাস হইলো মোর ছইলটার খবর পাও নাই। তারা ছইলটাক কোটে (কোথায়) থুইচে (রেখেছে) তাও জানি না। গুম করি থুইল (রাখলো) নাকি, খুন করলো, সেই খবরও পাইনুনা। তোরা মোর ছইলোক আনি দ্যান বাবা।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের এক নারী। তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয় তিন মাস আগে। এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন তার মা।
অভিযোগ থেকে জানা গেছে, বড় হযরতপুর ইউনিয়নের নানকর রসুলপুর গ্রামের গৌরভ মহন্ত ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এর পর বন্ধুদের নিয়ে উত্ত্যক্ত করা শুরু করে। চার মাস আগে বিষয়টি ওই শিক্ষার্থী তার মাকে জানায়। অভিভাবকরা গৌরভের পরিবারকে বিষয়টি জানায়। গত ২৬ জানুয়ারি রাত ১০টায় ওই শিক্ষার্থী তার শোবার ঘরে লেখাপড়া করছিল।
মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গৌরভ কয়েকজনকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায়। চিৎকার শুনে মা বাইরে এসে দেখেন গৌরভসহ কয়েকজন শিক্ষার্থীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার চেষ্টা করেও তারা মেয়েকে রক্ষা করতে পারেননি। পরদিনই মিঠাপুকুর থানায় গৌরভ চন্দ্র মহন্তসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান বলেন, শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।