নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

এর আওতায় ব্যাংকিং এর সব ডিজিটাল সেবা, ফ্রি অ্যাকাউন্ট খোলা ও এটিএম কার্ড প্রদান ও ফরেন এডুকেশনের জন্য ফাইনান্সিয়াল সাপোর্ট সম্পর্কিত সেবা প্রদান করা হবে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.

মুহাম্মদ ইসমাইল।

আরো পড়ুন:

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের নিগদে ওমর বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

এ সময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান সর্দার, ডিজিএম স্বপ্না দাস চৌধুরী এবং মাইজদি কোর্ট ব্রাঞ্চের এজিএম মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “একটা বিষয় জেনে আমার খুব ভালো লেগেছে। তা হলো- এ ব্যাংকের অনলাইন ব্যাংকিং অর্থাৎ পাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোনো ফি দিতে হয় না। এটা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে। কারণ আমাদের ছাত্রছাত্রীরা যদি ফি না দিয়ে কোনো লেনদেন করতে পারে বিশেষ করে তাদের ভর্তি ফি, সেমিস্টার ফি ইত্যাদি। তাহলে তাদের কিছুটা হলেও সাশ্রয় হবে।”

তিনি বলেন, “আমাদের ক্যাম্পাসে যে এটিএম বুথ আছে, তার পাশেই তারা তাদের ব্যাংকের একটি এটিএম বুথ করবে। ফলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই অনলাইন লেনদেন শুরু করতে পারবে। এছাড়া এটিএম বুথ থেকে চাইলেই টাকা উত্তোলন করতে পারবে। আমি বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আমাদের এখানে যে আরেকটি ব্যাংক আছে, তাদের মধ্যেও সেবা দেওয়ার প্রতিযোগিতা বাড়বে।”

এ ক্যাম্পেইন মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে শুক্রবার (২৫ এপ্রিল) এবং আগামী ২ মে ও ৯ মে চলবে। যেখানে ব্যাংকিংয়ের সব ডিজিটাল সেবা সম্পর্কে  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, শিক্ষার্থী  ও কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে ধারণা শেয়ার করা হবে।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব আম দ র

এছাড়াও পড়ুন:

নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: রুহুল কবির রিজভী

নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যদি আবার ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে, তাহলে কেউ বাঁচতে পারবেন না। তাই ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ সব গণতান্ত্রিক শক্তিকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন রিজভী। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে জেলা বিএনপির কার্যালয়ের এসে শেষ হয়।

পালিয়ে থেকেও দেশে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন শেখ হাসিনা—এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘২৬২ জনকে হত্যার হুমকি দিয়ে দেওয়া তাঁর বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে, ভয়াবহ ওই হুমকির কণ্ঠ শেখ হাসিনারই। একটি কথা মনে রাখতে হবে—এই দেশে যদি আবারও ফ্যাসিস্ট ফিরে আসে, তাহলে কেউই রেহাই পাবে না।’ তিনি বলেন, ‘দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে মানবিক করিডর দিতে চাইছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, সে ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক। তিনি বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এ অবস্থায় শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। তা না হলে দেশে আবার ভয়াবহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ প্রতিহত করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক, সহ–বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত নিবন্ধ