পৃথিবীখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক মা। বারবার ব্যর্থ হওয়ার পরে সফল হতে পেরেছেন। তিনি সফল হওয়ার জন্য সফলতার প্রতিটি শুরুতে গোপন রাখা উচিত বলে মনে করেন। ‘ফ্যাকচুয়াল ফ্যাক্টস বাই জ্যাক মা’— জ্যাক মা এর একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছে। ওই ভিডিওতে জ্যাক মা জানিয়েছেন তার সফল হওয়ার মন্ত্র। জ্যাক মা- এর বক্তব্যের সংক্ষেপিত অনুবাদ রাইজিংবিডির পাঠকদের জানিয়ে দিচ্ছি।

আপনি পৃথিবীর যেখানেই থাকেন আশা করছি ভালো আছেন। আজকের এই দিনে আপনাকে একটি গোপন বিষয়ে বলবো। এই ‘সিক্রেট’ আপনি গুগলে পাবেন না, ‘টেড টকে’ পাবেন না কিংবা ব্যবসা সংক্রান্ত বইয়ে পাবেন না। এই সিক্রেট আমি খুঁজে পেয়েছিলাম আমার জীবনের শুরু দিকেই, যখন আমি বোকা ছিলাম। আপনারা কি সেই ‘সিক্রেট’ সম্পর্কে জানতে চান?

আপনি নিরবে জিতে যাবেন। হ্যাঁ, নিরবেই জিতে যাবেন। শব্দ করে নয়, পটকা ফুটিয়ে নয়, প্যারেড করে নয়। কাউকে ডেকে ডেকে এই বলে নয় যে, ‘এই আমাকে দেখো আমি এটা অর্জন করেছি’। আজকের বিশ্বের দিকে তাকান, প্রত্যেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছেন। তারা তাদের জুতা, গাড়ি এমনকি ফেইক রোলেক্স দেখাচ্ছেন। তারা তাদের অ্যাপার্টমেন্টকে প্যালেসের মতো করে দেখাচ্ছেন। শুধু এটা বলার জন্য যে, ‘আমি জিতে গিয়েছি’। কিন্তু প্রকৃত জয়ী, চ্যাম্পিয়ন কখনও কথা বলেন না। 

আরো পড়ুন:

বয়স ৩০ হলে যেসব বিষয়ে গুরুত্ব দিতে পারেন

স্বপ্নপূরণে যে পরামর্শ দিলেন শাহরুখ খান

সফলতা হলো পারফিউমের মতো। যার সুঘ্রাণ মানুষ পেয়ে যায়। এটি মানুষকে আলাদা করে দেখানোর বা বলার কিছু নেই। সুতরাং আপনি আপনার জিতে যাওযার গল্পটি বলা বন্ধ করুন। এটি অনুভব করুন। আমি যখন আলিবাবা প্রতিষ্ঠা করি, তখন মানুষ আমাকে বিশ্বাস করতে পারেননি। এমনকি আমার পরিবারও না। কিন্তু আমার বিশ্বাস ছিল, আমি কাজ করবো, ব্যর্থ হবো, কাজ করবো, আবার ব্যর্থ হবো—এবং আমি শেষ পর্যন্ত আলিবাবা প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু আমি বলিনি যে, দেখো আমি এখন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন। আমি বলেছি, এখন একটু ঘুমাতে চাই কারণ আমি ক্লান্ত।

এটি খুবই ছোট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি যখন জিতে যাবেন, তখন কি করবেন? অনেকেই বলবেন, ফেসবুকে, ইন্সটাগ্রামে সবাইকে জানাবো। কিন্তু একটি শিয়ালের সামনে এক টুকরো চিকেন থাকলে সে ভাবে এটা দিয়ে কীভাবে ডিনার করবে। অনেকেই একটি বিজনেস শুরু করেন, প্রথম বিক্রি হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। অনেকে একটি সম্পর্ক শুরু করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। তারপর সম্পর্ক ভেঙ্গে গেলে ওই পোস্ট সরিয়ে ফেলেন।

আমি বলবো আপনার সফলতার গল্প অবশ্যই আপনি গোপন করুন, প্রোটেক্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি শক্তিশালী জায়গায় পৌঁছাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত গোপন রাখুন। এরপর আপনি পরিপূর্ণ সফলতা ও নতুন শক্তি খুঁজে পাবেন। নিজেকে প্রস্তুত ও নির্মাণ করতে পারবেন। এটাই নিরবতার শক্তি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হওয় র

এছাড়াও পড়ুন:

সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।

সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।

আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫

আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত