বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার অনুরোধ সিমন্সের
Published: 27th, April 2025 GMT
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি হলেও পরে সেটি বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করা হয়েছে। নতুন মেয়াদে সিমন্সের প্রথম চ্যালেঞ্জ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই বাজেভাবে হেরে সমালোচনার মুখে পড়ে টাইগাররা।
জিম্বাবুয়ে সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বাংলাদেশ দল নতুন মানসিকতা নিয়ে খেলবে। কিন্তু মাঠের খেলায় পুরনো চিত্রই দেখা গেছে। হারের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ফিল সিমন্স।
আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, একটু ধৈর্য ধরুন। আমি জানি, এখানকার মানুষ ক্রিকেট নিয়ে কতটা আবেগী। কিন্তু আমরা সঠিক কাজগুলো করার চেষ্টা করছি, যাতে দল উন্নতি করতে পারে।’
পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলেও মনে করিয়ে দেন ক্যারিবীয় কোচ, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু উইকেটে পড়ে থেকে ২০০ রান করার চিন্তা আমাদের নেই। পরিবর্তন আনতে সময় লাগবে, এজন্য ধৈর্য ধরতে হবে।’
চট্টগ্রাম টেস্টের আগে সিমন্সের বার্তা, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক–দুই–তিন টেস্ট ম্যাচে এটা হবে না।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//