বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে জোড়া খুনের মামলায় আসামির মৃত্যুদণ্ড
Published: 27th, April 2025 GMT
বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে জখম ও দুই শিশুকে হত্যাকাণ্ডের দায়ে মো. ইলিয়াস পহলান নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ইলিয়াস বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রঞ্জুয়ারা সিপু।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফুলকুড়ি ইউনিয়নের এক গৃহবধূ তাঁর তিন বছর বয়সী শিশুসন্তান তাইফাকে নিয়ে নিজেদের বসতঘরে বসবাস করেন। হাফিজুল (১০) নামের এক শিশু তার ঘরে থাকত। রাতের আঁধারে কে বা কারা হাফিজুলকে কুপিয়ে হত্যা করে। এতে গুরুতর আহত হন ওই গৃহবধূ ও তাঁর শিশুসন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামি ইলিয়াস ওই গৃহবধূকে ধর্ষণ করতে তাঁর ঘরে ঢোকেন। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে হাফিজুল এগিয়ে গেলে আসামি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে জখম করেন। এতে গৃহবধূ গুরুতর আহত হন এবং অন্য দুই শিশু মারা যায়। এ ঘটনায় তদন্ত করে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালত তিনটি ধারায় বিভিন্ন মেয়াদে আসামিকে সাজা দিয়েছেন। রায়ে আদালত উল্লেখ করেন, ইলিয়াস ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে বাধা পেয়ে তিনজনকে এলোপাতাড়ি কোপান। এতে দুই শিশু মারা যায়। আসামিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।
বিশেষ পিপি রঞ্জুয়ারা সিপু বলেন, ‘এই রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ খুশি।’ আসামির আইনজীবী না থাকায় আইনজীবী এম মজিবুল হককে ইলিয়াসের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন আদালত। তিনি বলেন, ‘আমি সাধ্যমতো মামলা পরিচালনা করেছি। আসামি জেলকোড অনুযায়ী উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হবধ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫