পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিন ইউপি সদস্যকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন বাকি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য ও নওদাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

আলাউদ্দিন খান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের খালিশপুর গ্রামের নবাব আলী খানের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর সাংগঠনিক সম্পাদক।

আরো পড়ুন:

বরগুনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

কচুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

রফিকুল ইসলাম মাঝি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মারমী গ্রামের চাঁদ মাঝির ছেলে। তিনি ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকি, আলাউদ্দিন খান ও রফিকুল ইসলাম মাঝি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আসেন। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা ইউপি কার্যালয়ে এসেছেন এমন খবর পেয়ে এলাকাবাসী পরিষদে এসে তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।”

 

গ্রেপ্তার ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকির ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, “আওয়ামী লীগের রাজনীতির জড়িত থাকার কারণে তিন ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তিনজনই আদালত থেকে জামিনে রয়েছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের তারা পরিষদে গিয়েছিলেন। বিএনপির নেতাকর্মীরা তাদের অপমান করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।”

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন, “তিন ইউপি সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিতেন। হয়রানিসহ মামলা থেকে বাঁচানোর কথা বলে তারা বিভিন্ন সময় আর্থিক সুবিধা নিয়েছেন। সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন তারা।” 

তিনি আরো বলেন, “তিন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে এসেছেন শুনে স্থানীয় জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।”

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “তিন ইউপি সদস্যকে স্থানীয় লোকজন ইউনিয়ন কার্যালয়ে আটকে রেখেছিল। পুলিশ তাদের উদ্ধার করে থানায় এনেছে। তাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ আটক আওয় ম ল গ র ন ত কর ম ল ইসল ম ব এনপ র ত ন ইউপ সদস য আওয় ম

এছাড়াও পড়ুন:

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি। 

লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ