অস্ট্রেলিয়ার সিডনির মাটিতে বাঙালির প্রাণের উৎসব নিয়ে হাজির হয়েছিল সাংস্কৃতিক সংগঠন প্রতীতি। ‘তোমার দেখায় বিশ্ব দেখি’ শিরোনামে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে ফুটে উঠেছিল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। ছিল বাঙালিয়ানার জয়গান।
গত রোববার সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতীতির শিশু-কিশোর শিল্পীরা শোনায় তিনটি গান। এরপর পঞ্চকবির সৃষ্টিকর্ম দিয়ে সাজানো হয়েছিল মূল সংগীত পর্ব।

রবীন্দ্রনাথ থেকে নজরুল, অতুলপ্রসাদ থেকে রজনীকান্ত—বাংলা গানের এই কিংবদন্তির রচনা নতুন প্রজন্মের কণ্ঠে মুগ্ধ হয়ে শুনেছে প্রবাসী বাঙালিরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবিতা পাঠের পর্ব। সিরাজুস সালেকিন ও রুমানা সিদ্দিকির কণ্ঠে দেশপ্রেমের কবিতা শুনে উপস্থিত দর্শকেরা পেয়েছিলেন বিচিত্র অভিজ্ঞতা। শেষ পর্বে পরিবেশিত হয় কালজয়ী দেশাত্মবোধক ও গণসংগীত।

১৯৯৭ সালে লোকশিল্পী আব্দুল লতিফের সন্তান সিরাজুস সালেকিন প্রতিষ্ঠিত এই সংগঠন দুই দশকের বেশি সময় ধরে প্রবাসে বাংলার সংস্কৃতি চর্চা করছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলার শুদ্ধ সংস্কৃতি চর্চা করে সংগঠনটি। দর্শকের মতে, এ আয়োজন প্রমাণ করে, ভালোবাসা ও নিষ্ঠা থাকলে প্রবাসেও লালন করা সম্ভব মাতৃভূমির সাংস্কৃতিক ঐতিহ্য।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ