ইউটিউব শর্টসে চালু হচ্ছে নতুন ৫ সুবিধা
Published: 2nd, May 2025 GMT
আকারে ছোট ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। আর তাই আকারে ছোট ভিডিও সহজে তৈরির পাশাপাশি আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতে শর্টসে একাধিক নতুন সুবিধা চালু করছে ইউটিউব। গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো কাজে লাগিয়ে নির্মাতারা দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউটিউব শর্টসে নতুন যেসব সুবিধা চালু হচ্ছে, সেগুলো দেখে নেওয়া যাক।
অ্যাপভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনাশর্টসের অ্যাপভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা আরও উন্নত করছে ইউটিউব। এর ফলে নির্মাতারা সহজেই ভিডিও ক্লিপের দৈর্ঘ্য কমানো-বাড়ানো, পছন্দমতো গান ও বার্তা যুক্ত করার পাশাপাশি ক্লিপের বিন্যাস পরিবর্তন বা নির্দিষ্ট ক্লিপ বাদ দিতে পারবেন।
ভিডিওর সঙ্গে গানের মিলভিডিওতে বিভিন্ন গান যুক্ত করেন অনেকেই। নতুন সুবিধা চালু হলে ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এর ফলে আলাদাভাবে ভিডিও ও গানের সুর মেলানোর প্রয়োজন হবে না।
ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরিছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরির সুবিধা পাওয়া যাবে ইউটিউবে। এর ফলে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে শর্টস টেমপ্লেট তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে শর্টস টেমপ্লেটে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যুক্ত করতে পারবেন তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকারনতুন এ সুবিধা চালু হলে টেক্সট প্রম্পট দিয়ে সহজেই এআইনির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে। এর ফলে নিজেদের তৈরি ভিডিওকে সৃজনশীল ও আকর্ষণীয় করতে পারবেন নির্মাতারা।
জেনারেটিভ এআই টুলব্রেইনস্টর্মিং বাডি নামের নতুন জেনারেটিভ এআই টুল ব্যবহার করা যাবে ইউটিউবে। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা ভিডিও তৈরির নতুন ধারণা, উপযুক্ত শিরোনাম ও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি