মানুষ তুলনা পছন্দ করে। খেলাধুলায় আরও বেশি। কে কার চেয়ে ভালো, এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। লামিনে ইয়ামালের কথাই ধরুন। পরশু রাতে বার্সেলোনার হয়ে ১০০তম ম্যাচ খেলেছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। তখন থেকেই প্রশ্ন উঠছে, ১৭ বছর বয়সে ইয়ামাল যে উচ্চতায় পৌঁছেছেন, অতীতে আর কেউ সেখানে ছিলেন কি না?

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো উত্তর খোঁজার চেষ্টা করেছে। তাঁদের বিশ্লেষণে বেরিয়ে এসেছে, ইয়ামাল এই বয়সে যতটুকু অর্জন করেছেন, তা পেলে ছাড়া আর কেউ ওই বয়সে পারেননি।

আরও পড়ুনলামিনে ‘মেসি’ ইয়ামাল: ৫০ বছরে একজন০১ মে ২০২৫

চ্যাম্পিয়নস লিগে পরশু রাতে সেমিফাইনাল প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। এ ম্যাচে চোখধাঁধানো একটি গোল করেন ইয়ামাল। পাশাপাশি গোটা ম্যাচেই ইন্টারের ডিফেন্ডারদের তটস্থ রেখেছিলেন এই স্প্যানিশ তারকা।

বার্সার বয়সভিত্তিক দল থেকে ২০২৩ সালে মূল দলে জায়গা করে নেন ইয়ামাল। ট্রান্সফারমার্কেট জানাচ্ছে, বার্সার হয়ে এ পর্যন্ত ১০০ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি ৩৩টি গোল বানিয়েছেন ইয়ামাল। তাঁর ক্লাবের ১২৫ বছরের ইতিহাসেই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ১৭ বছর বয়স পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১ গোল করেছেন। গোলে সহায়তা নেই। একই বয়স পর্যন্ত আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ১৯ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি ৪ গোলে সহায়তা করেছেন।

ইন্টারের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগে দারুণ খেলেন ইয়ামাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ