১৭ বছর বয়সী ইয়ামালের সঙ্গে টক্কর শুধু পেলের, মেসি–রোনালদো অনেক পেছনে
Published: 2nd, May 2025 GMT
মানুষ তুলনা পছন্দ করে। খেলাধুলায় আরও বেশি। কে কার চেয়ে ভালো, এ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। লামিনে ইয়ামালের কথাই ধরুন। পরশু রাতে বার্সেলোনার হয়ে ১০০তম ম্যাচ খেলেছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। তখন থেকেই প্রশ্ন উঠছে, ১৭ বছর বয়সে ইয়ামাল যে উচ্চতায় পৌঁছেছেন, অতীতে আর কেউ সেখানে ছিলেন কি না?
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো উত্তর খোঁজার চেষ্টা করেছে। তাঁদের বিশ্লেষণে বেরিয়ে এসেছে, ইয়ামাল এই বয়সে যতটুকু অর্জন করেছেন, তা পেলে ছাড়া আর কেউ ওই বয়সে পারেননি।
আরও পড়ুনলামিনে ‘মেসি’ ইয়ামাল: ৫০ বছরে একজন০১ মে ২০২৫চ্যাম্পিয়নস লিগে পরশু রাতে সেমিফাইনাল প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। এ ম্যাচে চোখধাঁধানো একটি গোল করেন ইয়ামাল। পাশাপাশি গোটা ম্যাচেই ইন্টারের ডিফেন্ডারদের তটস্থ রেখেছিলেন এই স্প্যানিশ তারকা।
বার্সার বয়সভিত্তিক দল থেকে ২০২৩ সালে মূল দলে জায়গা করে নেন ইয়ামাল। ট্রান্সফারমার্কেট জানাচ্ছে, বার্সার হয়ে এ পর্যন্ত ১০০ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি ৩৩টি গোল বানিয়েছেন ইয়ামাল। তাঁর ক্লাবের ১২৫ বছরের ইতিহাসেই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ১৭ বছর বয়স পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১ গোল করেছেন। গোলে সহায়তা নেই। একই বয়স পর্যন্ত আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ১৯ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি ৪ গোলে সহায়তা করেছেন।
ইন্টারের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগে দারুণ খেলেন ইয়ামাল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন