বেড়ানোর কথা বলে পাচারের চেষ্টা, ভারতীয় গ্রেপ্তার
Published: 2nd, May 2025 GMT
দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের চেষ্টা করার সময় শংকর অধিকারী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার শংকর অধিকারী ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাগদা থানার পূর্বহুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে।
আরো পড়ুন:
আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফ ভারতীয় নাগরিক শংকর অধিকারীকে গ্রেপ্তার করেন। সীমান্ত পিলার-৬০/৩৩ সংলগ্ন বাংলাদেশের ১ কিলোমিটার ভেতরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার শংকর অধিকারী দুই নারী ও এক শিশুকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপী এবং ৭ ওমানি রিয়েল জব্দ হয়েছে।
গ্রেপ্তারের পর শংকর অধিকারী ও দুই নারীর দেওয়া তথ্য যাচাই বাছাই শুরু করে বিজিবি। বেরিয়ে আসে নারী ও শিশু পাচারের চাঞ্চল্যকর কৌশলের অজানা তথ্য।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বরাতে বিজিবি জানায়, গত বছরের ১১ নভেম্বর ৬ মাসের ভিসা নিয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন শংকর অধিকারী। এরপর তিনি মাদারীপুরে রাজৈর থানার বড়খোলা গ্রামে তার আত্মীয়ের বাসায় অবস্থান নেন। সেখানে তিনি কৌশলে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারতে ফিরে যান। গত ১৭ এপ্রিল আবারো বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন শংকর অধিকারী। এরপর বেড়াতে যাওয়ার কথা বলে নিজের কথিত কিশোরী স্ত্রী, প্রতিবেশী যুথিকা বালা (২৯) ও তার ছেলে বাধন বৈদ্যকে নিয়ে মহেশপুর সীমান্তে আসেন শংকর অধিকারী। একপর্যায়ে দালালদের মাধ্যমে দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের চেষ্টাকালে বিজিবির জালে আটকা পড়েন তিনি।
শংকরের কথিত কিশোরী স্ত্রী ও অপর নারী যুথিকা হালদারের বরাতে বিজিবি জানায়, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পাচারের জন্য দুই নারী ও এক শিশুকে সীমান্ত এলাকায় নিয়ে আসেন শংকর অধিকারী। সীমান্ত এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত ভিকটিম নারী ও শিশু শংকর অধিকারীর আসল উদ্দেশ্য বুঝতেও পারেননি। ভিকটিম নারী ও শিশু ভারতে প্রবেশের ব্যাপারে কিছুই জানতেন না বলে তারা বিজিবির কাছে দাবি করেছেন।
শংকর অধিকারী বিজিবির কাছে জানিয়েছেন, কথিত স্ত্রীসহ দুজন নারী এবং এক শিশুকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়ার জন্য জনৈক দালাল আনোয়ারের সঙ্গে ৪৭ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওই দুই নারী ও শিশুকে ভারতে অনুপ্রবেশ করানোর পরে কথিত দালাল আনোয়ারকে টাকা দেওয়ার কথা ছিল শংকরের।
বিজিবি বলছে, আটক মানব পাচারকারী চক্রের হোতা শংকর অধিকারী কৌশলে নিজের টাকা ব্যয় করে ওই তিনজনকে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন। ভারতে নেয়ার পরে ওই তিনজনকে বিক্রি করে দিয়ে নিজের টাকা উসুল করার পরিকল্পনা ছিল পাচারকারীর। মানব পাচারকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন নানা কৌশলে বাংলাদেশ থেকে ভারতে নারী ও শিশু পাচারের চেষ্টা করছে। গ্রেপ্তার শংকর অধিকারীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তার পাচারকারী চক্রের হোতা ভারতীয় নাগরিক শংকর অধিকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। নারী শিশুসহ তিন বাংলাদেশিকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র আটক গ র প ত র কর এক শ শ ক
এছাড়াও পড়ুন:
নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে ব্রাজিল নামটা মানেই আতঙ্ক। কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দলটি এবারও সেই পরিচয় বজায় রেখেছে। মেয়েদের কোপা আমেরিকার দশম আসরের সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আবারও ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সেলেসাও নারীরা। শুধু তাই নয়, এই জয় তাদের ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময় বুধবার অনুষ্ঠিত ম্যাচে মাঠের প্রতিটি বিভাগেই ছিল ব্রাজিলের মেয়েদের নিরঙ্কুশ আধিপত্য। কোচ রদ্রিগো পাস দেলগাদোর কৌশলে দলটি প্রথমার্ধেই তিন গোল করে উরুগুয়েকে প্রায় ধরাশায়ী করে দেয়। যদিও উরুগুয়ে একটি গোল শোধ দেয় দ্বিতীয়ার্ধের শুরুতে, কিন্তু খেলায় ফিরতে পারেনি তারা। বরং নিজেদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় দলটি আরও বিপাকে পড়ে। এর সুযোগ নিয়ে ব্রাজিল আরও দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল ব্রাজিল। ১১তম মিনিটে মার্তার দুর্দান্ত ক্রস থেকে আমান্দা গুতিয়েরেসের হেডে আসে প্রথম গোল। দুই মিনিটের মাথায় গিও গারবেলিনির গোলের মাধ্যমে ব্যবধান হয় দ্বিগুণ। এরপর ২৬ মিনিটে মার্তা পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
আরো পড়ুন:
রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ভারত-চীন-ব্রাজিলকে হুঁশিয়ারি ন্যাটোর
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
দ্বিতীয়ার্ধে কিছুটা মন্থর ব্রাজিলের ছন্দে সুযোগ নিয়ে উরুগুয়ে একটি গোল শোধ দেয়। কিন্তু ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। এরপর ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দুদিনিয়ার অসাধারণ শটে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। উরুগুয়ের গোলরক্ষক সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি।
উল্লেখ্য, কোপার অন্য সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। ফলে আগামী শনিবার রাতে (২ আগস্ট) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে তাদের মধ্যে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, ফলে ফাইনাল হতে যাচ্ছে এক রোমাঞ্চকর লড়াই।
ব্রাজিল যেখানে পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্র নিয়ে এগিয়ে, সেখানে কলম্বিয়া তিনটি ম্যাচ জিতেছে ও দুটি ড্র করেছে। দুই দলের আক্রমণভাগ, রক্ষণ, এবং মিডফিল্ড; সব বিভাগেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করা যাচ্ছে।
ঢাকা/আমিনুল