বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা ফেরার সময় যে লোক সমাগম হবে, সেই জটিলতা সামলে যান চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গলবার (৭ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাতা ও পরিচালনাকারী ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সোমবার (৬ মে) এ তথ্য জানান।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। সেসময় বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হবে। তখন যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা চলতে দেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।”

তিনি বলেন, “মানুষের দুর্ভোগ চিন্তা করে ঢাকা মহানগর পুলিশের অনুরোধে আমরা সম্মতি দিয়েছি। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও অটোরিকশা চলতে দেওয়া হবে। আমাদের সবগুলো র‌্যাম্প ব্যবহার করে মোটরসাইকেল এবং অটোরিকশা ওঠানামা করতে পারবে। প্রতিবার উঠলে ২০ টাকা করে টোল দিতে হবে।”

ঢাকায় যানজট কমানোর উদ্যোগের অংশ হিসেবে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত ১৯ দশমিক ৭২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয় ২০২০ সালে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল উদ্বোধন করেন। যান চলাচল শুরু হয় পরদিন ৩ সেপ্টেম্বর।

এরপর ২০২৪ সালের ২০ মার্চ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার র‌্যাম্প খুলে দেওয়া হয়। এ এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করে।

চালুর পর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই এবং তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। তবে গত বছর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সময় টোলপ্লাজায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর কয়েকদিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব ধরনের যানবাহন চলাচল করেছিল।

ঢাকা/হাসান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেট গালায় বেবি বাম্ব নিয়ে হাটলেন রিহানা ও কিয়ারা

এ বারের মেট গালায় বেবি বাম্প নিয়ে হাঁটলেন এই দুই আত্মবিশ্বাসী তারকা। তাঁদের দিকেই ছিল সবার নজর। মেট গালাতেই প্রথমবার বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা।

চোখ ফেরানো যায় না। কাঁধ খোলা কালো গাউনে ভারতীয় সংস্কৃতির সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায়  হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। তিনি অন্তঃসত্ত্বা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও তিনি ইনস্টাগ্রামে বাবা-মা হওয়ার সুখবরটি দিয়েছিলেন।  এ বারের মেট গালায় প্রথম বারের জন্য হাঁটলেন কিয়ারা। বেবি বাম্প দেখা গিয়েছে তার। বাম্পে হাত রেখে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন কিয়ারা। 

কেবল কিয়ারা নন, আরও এক অন্তঃসত্ত্বা তারকা মেট গালার নীল কার্পেট উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও অভিনেত্রী রিহানা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে দেখা মেলে রিহানার। কালো গাউনের সঙ্গে কালো কোট ও মাথায় গোলাকার কালো চুপি পরেছিলেন তিনি। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রিহানা। সে খবর মাস খানেক আগেই প্রকাশ্যে আসে। এর আগেও মেট গালায় হাঁটেন রিহানা। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রথম।

এ বারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলর্ড ফর ইউ’। সেই থিম মেনেই পোশাক তৈরি করেছিলেন ডিজ়াইনাররা। বলিউড অভিনেত্রীদের মধ্যে কিয়ারা চতুর্থজন তিনি মেট গালায় হাঁটলেন। ভারতীয় ফ্যাশন ডিজ়াইনার গৌরব গুপ্তর তৈরি করা পোশাকে হাঁটলেন তিনি। প্রথম বার প্রকাশ্যে আনেন তাঁর বেবি বাম্পকেও।

মেট গালায় হাঁটার পর তাঁর স্বপ্নপূরণ সম্পর্কে সংসাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কিয়ারা, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন। ‘টেলর্ড ফর ইউ’ থিমকে মাথায় রেখে ‘ব্রেভহার্ট’ বিষয়টিকে কেন্দ্র করে পোশাক পরিকল্পনা করেন গৌরব। এই পোশাক আন্দ্রে লিয়ন ট্যালিকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে। পোশাকটি শক্তি, উদ্দেশ্য ও ব্যক্তিত্বকে তুলে ধরে।’ এ দিন নিউড মেকআপে দেখা যায় কিয়ারাকে। চুল ছিল খোলা। কার্ল করা। খুবই অল্প সোনালি গয়না পরেছিলেন অভিনেত্রী।

এর আগে মেট গালায় হেঁটেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। কিয়ারার মতো মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ খানও। তিনি পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজ়াইন করা পোশাক। ৫ মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে আয়োজিত হয় মেট গালা। সিনেমাপ্রেমী ও ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকে।

সম্পর্কিত নিবন্ধ