রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের পাশে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মোছা. ফাতেমা বেগম (৪০), তাঁর মেয়ে সাদিয়া আক্তার (২০) এবং সাদিয়ার ১১ মাস বয়সী শিশুকন্যা ইসরাত।

আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে চন্দ্রিমা উদ্যানসংলগ্ন ১১ নম্বর রোডের একটি ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ফাতেমার খালাতো বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ফাতেমা রাজধানীর একটি হাসপাতালের আয়া হিসেবে কাজ করেন। ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা তিনজন দগ্ধ হন।

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.

শাওন বিন রহমান জানান, ফাতেমা বেগম ও তাঁর মেয়ে সাদিয়ার শরীরের প্রায় ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আয়নাঘরে’ চাহাল, টাওয়ার ব্রিজে হৃদয়

ইনস্টাগ্রাম

সম্পর্কিত নিবন্ধ