সিরাজগঞ্জে ‘স্পিরিট’ পানে দুই জনের মৃত্যু
Published: 8th, May 2025 GMT
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিও ঔষধের দোকান থেকে কেনা ‘স্পিরিট’ পান করে দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরেকজন।
নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম (৪৪) ও দৌলতপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন ৮ জন। পরের দিন বিকেলে তারা অসুস্থ হয়ে পড়লে তিন জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন।
আরো পড়ুন:
নাটোরের প্রবীণ সাংবাদিক নবীউর রহমান মারা গেছেন
পুকুরে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু, বাবা জানেন ছেলে অসুস্থ
বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক বলেন, ‘‘নেশা জাতীয় স্পিরিট পান করে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ
ছবি: সংগৃহীত