স্তন ক্যানসার সচেতনতা মাস উদ্‌যাপন উপলক্ষে যৌথভাবে ‘রাইজ অ্যাবাভ ফিয়ার’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ‘তারা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৮০ জন নারী গ্রাহক ও অতিথি।

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সাহস ও সহমর্মিতা জোগানোর অঙ্গীকারের পাশাপাশি তাঁরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির নলেজ পার্টনার হিসেবে ছিল গ্রিন ডেলটা ইনস্যুরেন্স এবং পৃষ্ঠপোষকতায় ছিল গেটস ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক। এ সময় বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের ইউনিট হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সাদাফ নাসির, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ও ব্রেস্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা.

আফরিন সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম প্রমুখ।

এ সময় শেখ মোহাম্মদ আশফাক বলেন, ক্ষমতায়নের সূচনা হয় সচেতনতা থেকে, আর সাহসের সূচনা হয় আলোচনা থেকে। এই সচেতনতা সেশনটিতে স্তন ক্যানসারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে একত্র হয়েছেন বিশেষজ্ঞ ব্যক্তি, ক্যানসারজয়ী যোদ্ধা, স্বেচ্ছাসেবক ও পরিবর্তন নিয়ে কাজ করা ব্যক্তিরা। ভয় নয়, সচেতনতাই পারে আশার আলো দেখাতে। আর তা সম্ভব আলোচনার মাধ্যমে।

আয়োজনে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ অ্যান্ড ‘আগামী’ পরিসেবার জ্যেষ্ঠ ব্যবস্থাপক নাতাশা কাদের ব্র্যাক ব্যাংকের আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’র বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংকে আরও সহজ করেছে, যাতে নারীরা যেকোনো জায়গা থেকে তাঁদের ব্যাংকিং প্রয়োজন পূরণ করতে পারেন।

অনুষ্ঠানে ক্যানসার সচেতনতা ও সহায়তায় অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যাংকাট) জেনারেল সেক্রেটারি মাহজাবিন ফেরদৌস ও টিশক্যানের প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুমকে সম্মাননা দেওয়া হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন এ সময়

এছাড়াও পড়ুন:

প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ,

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে স্বামী আব্দুল করিমকে (২৫) হত্যার অভিযোগে তানজিলা খাতুন (২২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে আব্দুল করিমের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।

আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে। আটক তানজিলা খাতুন পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক মাস আগে মিশুকচালক আব্দুল করিমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তানজিলা খাতুনের। বিয়ের পর করিমের পরিবার জানতে পারে যে, আগে থেকেই সাথিয়ার প্রতিবেশী সিএনজি অটোরিকশার চালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ দেন। এ অবস্থায় তিনি প্রেমিকের পরামর্শে স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেন।

গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে তার স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণ পর থেকে পেটে জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আব্দুল করিমের মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেছেন, বুধবার সকালে নিজ বাড়ি থেকে আব্দুল করিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নববধূ তানজিলাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি তার স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা/অদিত্য/রফিক

সম্পর্কিত নিবন্ধ