সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশের অন্য পরীক্ষাও
Published: 29th, October 2025 GMT
দুপুরের রোদের তাপে তখনো গা পুড়ছে। এর মধ্যেও সাগরিকা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ঐচ্ছিক অনুশীলনে দেখা গেল বাড়তি আগ্রহ। মাঠের কোথাও ছয় ক্রিকেটারের অনুশীলনে হাসিঠাট্টা, কোথাও স্কিল ঝালিয়ে নেওয়ার কাজে সিরিয়াসনেস। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সফরকারীরা যে খোশমেজাজে আছেন, সেটাই বোঝা গেল ঘণ্টা দুয়েকের অনুশীলনে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে যাওয়ার পর অবশ্য এটাই হওয়ার কথা। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজটা বাদ দিলে টানা সাত সিরিজে হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে এখন টি-টোয়েন্টির সেই খরা কাটিয়ে ওঠার দ্বারপ্রান্তে ক্যারিবীয়রা। অনুশীলনে সে কারণেই আনন্দের সঙ্গে থেকেছে সিরিয়াসনেসও।
অন্যদিকে সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই জিতেছে বাংলাদেশ দল। এবার হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে ধারা ধরে রাখতে চাইলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ না জিতলেই নয়। হেরে গেলে সিরিজ হেরে যেতে হবে আজই।
২০২৫ সালে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টির জেতার রেকর্ড করেছে বাংলাদেশ দল। অথচ এ বছর খেলা ২৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের গড় স্ট্রাইক রেট ১১৯.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বে সবচেয়ে কম বয়সীদের শাসন করছেন সবচেয়ে বেশি বয়সী যে ১০ নেতা
ফাইল ছবি: রয়টার্স