এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা 

হাবিপ্রবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো.

 খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়টি। গতবারের মতো এবারো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

গত ৫ মে থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ৭৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা/সাকিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ বর ষ র ব শ বব দ য হ ব প রব পর ক ষ

এছাড়াও পড়ুন:

রেমিট্যান্স: ২৬ দিনে ২৬ হাজার কোটি টাকা অতিক্রম

২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসের ২৬ দিনে দেশে বৈধ পথে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ২৬ হাজার ৪২৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা) অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে এক হাজার ১৬৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে: উপদেষ্টা

সন্দ্বীপে ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

তথ্যমতে, অক্টোবরের ২৬ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা আগের বছর একই সময়ের চেয়ে ১১ দশমিক এক শতাংশ বেশি। ২০২৪ সালে অক্টোবরের ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার।  

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডি সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুন মাসে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • নয় মাসে বড় লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক
  • রাজনৈতিক প্রচারে বুটেক্স উপাচার্যের অংশগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
  • বন্দরে সুরুজ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • বন্দরে সন্ত্রাসী সুরুজ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশে কী আছে
  • রেমিট্যান্স: ২৬ দিনে ২৬ হাজার কোটি টাকা অতিক্রম
  • ডাচ-বাংলা ব্যাংকের নয় মাসে মুনাফা বেড়েছে ৮.১৬ শতাংশ
  • রবি আজিয়াটার নয় মাসে মুনাফা বেড়েছে ৫৪.৫৪ শতাংশ
  • যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হরিয়ানার ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে দেশে পাঠানো হলো