‘আমাদের লক্ষ্য অবশ্যই প্রিমিয়ার লিগ জেতা। জানি, গত মৌসুমের পর আমি এটা বলায় অনেকে হাসবে বা প্রশ্ন তুলবে। কিন্তু আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত’—যুক্তরাষ্ট্রে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্‌–মৌসুম সফরের সময় স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন দলটির ডিফেন্ডার লুক শ। তাঁর এই কথা তখন অনেকের কাছে প্রলাপের মতো মনে হয়েছিল। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুমের পর এমন ঘোষণা তো পাগলামির কাছাকাছিই।

এরপর ইউনাইটেড ২০২৫-২৬ মৌসুমের শুরুটা করল কী বাজেভাবে। প্রথম ছয় ম্যাচে মাত্র দুই জয়। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলে হারের পর সেপ্টেম্বরের শেষে তারা নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে। সমর্থকদের বড় অংশই তখন রুবেন আমোরিমকে বরখাস্ত করার পক্ষে।

এক মাস আগেও রুবেন আমোরিমকে ছাঁটাইয়ের দাবি উঠেছিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বে সবচেয়ে কম বয়সীদের শাসন করছেন সবচেয়ে বেশি বয়সী যে ১০ নেতা

ফাইল ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ