হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আজ ৭ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। বার্ষিক এই সিক্স–এ–সাইড টুর্নামেন্টটি এবার হংকংয়ের টিন কুয়ং রোড রিক্রেশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে।

হংকং সিক্সেস টুর্নামেন্টে কখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। গত বছর সেমিফাইনালে ওঠাই এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

গত বছর এই টুর্নামেন্টে খেলা পেসার আবু হায়দার রনিকে রাখা হয়েছে দলে। ওপেনার জিসান আলমও আছেন। গত বছর জিসানও এই টুর্নামেন্টে ভালো করেন। ৭৬ গড়ে করেন ১৫২ রান, পাশাপাশি চার ম্যাচে নেন ৬ উইকেট।

প্রথম আলো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চলন্ত বাসে ছিনতাইয়ের চেষ্টা, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক

চলন্ত বাসে মুঠোফোন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন যাত্রী বেশে ওঠা এক ছিনতাইকারী। এরপর নেমে যেতে চেষ্টা করেন তিনি, ছুরিকাঘাত করেন চালকের সহকারীকে। তবে তাঁকেসহ চালক বাস চালিয়ে নিয়ে যান নিকটবর্তী থানায়। সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম নগরের কাস্টমস মোড় এলাকায় গতকাল রোববার দিবাগদ রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম আকবর হোসেন (২৪)। এ ঘটনায় আকবরের তিন সহযোগী বাসের জানালা দিয়ে পালিয়ে যান।

ঘটনার শিকার বাসযাত্রী আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, সিটি সার্ভিসের একটি বাসে বাসায় ফিরছিলেন তিনি। এরপর নিজ আসনে বসে কানে হেডফোন দিয়ে মুঠোফোনে ইউটিউব দেখছিলেন। একপর্যায়ে তাঁর পাশে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা একজন তাঁর মুঠোফোনটি নিয়ে নেন। এরপর বাসের দরজা বন্ধ করে সব যাত্রীর মুঠোফোন যাচাই করতে বলা হলে অভিযুক্ত আকবর মুঠোফোনটি এক যাত্রীর কাছে ফেলে নেমে যেতে চান। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আকবর ছুরি বের করে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন। এ সময় চলন্ত অবস্থায় তাঁর তিন সহযোগী জানালা দিয়ে পালিয়ে যান। এরপরও বাস থামাননি চালক। তিনি বাস চালিয়ে বন্দর থানায় নিয়ে যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক বাকি তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চলন্ত বাসে ছিনতাইয়ের চেষ্টা, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক