আ. লীগ নিষিদ্ধ হতে পারে, সম্ভাবনার কথা বললেন আসিফ নজরুল
Published: 8th, May 2025 GMT
আওয়ামী লীগ বা তার কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বা তার কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো.
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। আরও একাধিক দল ও সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে (আইনে)। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবেই। বিচারের কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে। পরে সন্ধ্যায় এই ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাতে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সমাজে প্রবলভাবে রয়েছে। গণ–অভ্যুত্থানকালে গণহত্যার পরও তাদের মধ্যে অপরাধবোধের অনুপস্থিতি, ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন হীন কর্মকাণ্ড ও পলাতক শেখ হাসিনার চরম উসকানিমূলক বক্তব্য দেখার পর এই দাবি সমাজে আরও সোচ্চারভাবে উচ্চারিত হচ্ছে। তাই আওয়ামী লীগ বা এর কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে।’
দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের কথা উল্লেখ করে আসিফ নজরুল আরও বলেন, অনেকগুলো মামলার তদন্ত শেষ পর্যায়ে। অচিরেই কিছু মামলার বিচার কার্য শুরু হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ষ দ ধ কর র সরক র র আওয় ম
এছাড়াও পড়ুন:
রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রামগতি উপজেলার বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। সবাই রায়পুর উপজেলার চর বংশী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন এবং একজন নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরিএমও) ডা. কামনাশীষ মজুমদার বলেছেন, দগ্ধ দুজনকে আমাদের এখানে আনা হয়েছিল। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।
রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানিয়েছেন, দগ্ধ জেলেদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/লিটন/রফিক