নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় জয়িতা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু রাজধানীতে বিপণনকেন্দ্র ও ফুডকোর্ট ঘিরে নানা জটিলতা, দ্বন্দ্ব ও অব্যবস্থাপনার কারণে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে একচেটিয়া প্রভাবে স্টল বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের কারণে নতুন উদ্যোক্তারাও সেখানে বঞ্চিত হচ্ছেন। সবকিছু মিলিয়ে জয়িতার নতুন ভবনটি চালু করা যাচ্ছে না। ১২ তলার বিশাল ভবনটি তো এভাবে পড়ে থাকতে পারে না।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি শপিং কমপ্লেক্সে এখন জয়িতার বিপণনকেন্দ্র ও ফুডকোর্ট মিলিয়ে মোট ৯৪টি স্টল আছে। সমিতির অধীনে সেখানে স্টল বরাদ্দ নিতে হয় নারী উদ্যোক্তাদের। কিন্তু খাবারের খোঁজে জয়িতা ফুডকোর্টে ঢুকলেই গরমে নাজেহাল অবস্থা তৈরি হয়। এসি মাসের পর মাস অচল, বেসিন ভাঙা, শৌচাগারও ব্যবহারের অনুপযোগী। উদ্যোক্তারা জানিয়েছেন, মাসে ৪৮ হাজার টাকা খরচ করে স্ট্যান্ড ফ্যান ভাড়া করে তাঁরা নিজেরাই বাতাসের ব্যবস্থা করছেন। অথচ ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যার কোনো কার্যকর সমাধান করছে না।

জয়িতা ফাউন্ডেশনের অধীনে ধানমন্ডি এলাকাতেই ১৫৪ কোটি টাকা ব্যয়ে বিশাল টাওয়ার নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে সেটি উদ্বোধনও করা হয়। কিন্তু এখন পর্যন্ত শুধু দুটি ফ্লোরে ফাউন্ডেশনের কার্যালয় চালু হয়েছে। উদ্যোক্তাদের যদি কোনো কাজেই না আসে, তাহলে এত বিশাল টাওয়ার বানানোর প্রয়োজনটা কী ছিল? কেন এতগুলো টাকা খরচ করা হলো?

মূলত জয়িতা টাওয়ার নির্মাণের পর থেকেই উদ্যোক্তাদের সঙ্গে ফাউন্ডেশনের দ্বন্দ্ব শুরু হয়। নতুন টাওয়ারে সরাসরি স্থানান্তর চান উদ্যোক্তারা। সরকার চায় নতুন উদ্যোক্তা নিতে। মন্ত্রণালয় ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তাদের দাবি, বিগত সরকারের আমলে একচেটিয়াভাবে বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের একটি চক্র গড়ে উঠেছে। তাদের কাছে সরকারের পাওনা টাকাও উদ্ধার করা যাচ্ছে না। এসব উদ্যোক্তার অনেকের পণ্যের মানও ভালো নয়। তাঁরা কোনো প্রতিযোগিতার মধ্য দিয়েও যেতে চান না। এ জন্য নতুন উদ্যোক্তারা নতুন ভবনে স্টল বরাদ্দ পাক, সেটি তাঁরা চান না।

শপিং কমপ্লেক্স থেকে বিপণনকেন্দ্র ও ফুডকোর্ট ছেড়ে দেওয়া নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। নিজস্ব ভবনটি দ্রুত চালু করলেই এ জটিলতার অবসান সম্ভব। পুরোনো ও নতুন উদ্যোক্তাদের সমন্বয়ে স্টল বরাদ্দ দিয়ে নতুন ভবনটি দ্রুত চালু করা হোক। অবশ্যই পণ্যের মান যাচাই এবং প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে। কারও একচেটিয়া প্রভাব এখানে কাম্য নয়। মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, জয়িতা ফাউন্ডেশনের প্রতি নারী উদ্যোক্তাদের আস্থাশীলতা অর্জনে সচেষ্ট হোন। কোনো ধরনের অব্যবস্থাপনা ও অবহেলা এ ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্যকেই ব্যাহত করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: একচ ট য় সরক র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লা লিগায় ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, দুই দলেরই।

ক্রিকেট

হংকং সুপার সিক্সেস
সকাল ৬-১৫ মি., সনি স্পোর্টস ৫

৫ম যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রংপুর
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-ঢাকা
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

রাজশাহী-বরিশাল
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

টেনিস

এটিপি ফাইনালস
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-ব্রাইটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভায়েকানো-রিয়াল মাদ্রিদ
রাত ৯-১৫ মি., বিগিন অ্যাপ

সেল্তা ভিগো-বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সিরি আ

আতালান্তা-সাসসুয়োলো
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

বোলোনিয়া-নাপোলি
রাত ৮টা, ডিএজেডএন

রোমা-উদিনেসে
রাত ১১টা, ডিএজেডএন

ইন্টার মিলান-লাৎসিও
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ফিজি-আর্জেন্টিনা
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

পর্তুগাল-জাপান
সন্ধ্যা ৭-৩০ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ