জুলাই আন্দোলনের পর নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন
Published: 12th, May 2025 GMT
চব্বিশের গণঅভ্যুত্থানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সে আন্দোলনের জন্য যে নারীদের প্রশংসা করা হতো, তারাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাঁচ আগস্টের পরেই প্রেক্ষাপট বদলে গেছে। সেই নারীদের এখন ঘরবন্দি করতে চায় একটি উগ্রবাদী গোষ্ঠী; তাদের শাহবাগী বলে আখ্যায়িত করা হয়। প্রতিনিয়ত নারী যোদ্ধাদের শিকার হতে হচ্ছে সাইবার বুলিংয়ের। হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণ ও হত্যার।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘সংকট ও সম্ভাবনায় নারীর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘কথা বলো নারী’ নামে একটি বেসরকারি সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ জানিয়ে বক্তারা বলেন, লক্ষণীয়ভাবে নারী কমিশনের প্রধানসহ সব সদস্যের প্রতি, তাদের সমর্থনে যারা বক্তব্য দিয়েছেন তাদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এটা মোটেই ঠিক নয়। কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে দ্বিমত থাকতে পারে। তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু গোটা কমিশন বাতিলের জন্য যে চাপ দেওয়া হচ্ছে, তা ঠিক নয়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড.
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘প্রতিটা আন্দোলনে নারীদের অবদান অনেক। একাত্তরে মুক্তিযুদ্ধ শেষে বিজয় নিয়ে যখন নারী, পুরুষ উভয়েই ঘরে ফেরেন, তখন ছেলেদের বরণ করেছিল দেশের মানুষ। কিন্তু সে সময়ে মেয়েদের লুকিয়ে রাখা হয়। তাদের বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে চব্বিশের আন্দোলনে। নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’
নারীর প্রতি অবমাননা, সহিংসতা, হুমকি রুখতে সরকারের পক্ষ থেকে একটি সোশ্যাল ফোর্স গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা শারমিন। তিনি বলেন, ‘এই ফোর্স ভিকটিমদের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাদের সমস্যা শুনবে এবং সমাধানে পদক্ষেপ নেবে। একই সঙ্গে সাইবার বুলিং প্রতিরোধে একটি ইউনিট গঠন করা হবে; যেখানে শত শত মেয়ে কাজ করবে।’
ড. গীতি আরা নাসরীন বলেন, ‘নানা টালবাহানা শেষে ২০০৮ সালে নারীনীতি পাস হয়। তাতেও অনেক কিছু বাদ দেওয়া হয়েছিল। রাষ্ট্রের প্রধান ভূমিকায় নারী থাকলেও নারীর উন্নয়নের বিষয় ক্রমাগতভাবে কম্প্রোইজ করা হয়েছে। জুলাই আন্দোলনের পর নারীকে দমনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এবার আর নারী চুপ করে থাকবে না। যারা অবমাননা করে নারীকে পুরোনো অবস্থানেই রাখতে চান, সেটা সম্ভব না।’
মমতাজ আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানুষের মানসিক পরিবর্তন প্রয়োজন। মানসিকতা ঠিক না হলে কখনোই এ অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব নয়।
সাইবার বুলিং প্রতিরোধ প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, ‘চব্বিশের আন্দোলনের পর নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে-বাইরে সর্বত্র সহিংসতার শিকার হচ্ছে। তাই নারীদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নিজেদেরই প্রথমে প্রতিরোধের বিষয়গুলো জানতে হবে।’
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ‘নারীর প্রতি যে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে, তা প্রতিরোধে প্রথমেই প্রয়োজন পুরুষদের মানুষ হিসেবে তৈরি করা। যেদিন একজন পুরুষ নিজেকে মানুষ ভাবতে পারবে এবং যে নারী পুরুষতান্ত্রিকতা ধারণ করে, সে যদি পুরুষকে মানুষ হিসেবে ভাবতে পারে, সেদিন থেকে নারী-পুরুষের ভেদাভেদ কমে আসবে। আমাদের চিন্তার প্যাটার্ন পরিবর্তন করতে হবে।’
মাহা মির্জা বলেন, ‘যেসব নারী শ্রমবাজারের অন্তর্ভুক্ত হয়েছেন, নারীকে এখনও কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে নারীদের অবদান অনেক। খুলনায় পাটকল ও চিনিকল বন্ধ হওয়ার প্রভাব পড়েছে সেখানকার নারী ও কন্যাশিশুর ওপর। সে অঞ্চলে বাল্যবিয়ে বেড়েছে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন সদস য
এছাড়াও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করছে
প্রযুক্তির উৎকর্ষের মধ্যেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে প্রায়ই বিকৃতভাবে বা ভুলভাবে উপস্থাপন করছে। গুগলে ‘ইনডিজেনাস পিপল’ লিখে খোঁজা হলে মাঝেমধ্যে এমন ছবি দেখানো হয়, যা তাদের ‘আদিম’, ‘বন্য’, ‘বর্বর’, ‘জংলি’ ও ‘হিংস্র’ আকারে উপস্থাপন করে।
সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এমন অভিযোগ করেন। ‘আদিবাসী নারীর অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আধুনিক প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের ঘিরে এমন উপস্থাপনের প্রভাব নারীদের ওপরও পড়বে।
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, দেশে জাতিসংঘের অনেকগুলো দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় না। তিনি বলেন, বুঝুক আর না বুঝুক বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন কনভেনশনকে তড়িঘড়ি করে সমর্থন করে। কিন্তু এই কনভেনশনকে সমর্থন করেনি। সরকার বুঝেশুনেই সমর্থন করেনি। আগের সরকার বলেছে, বাংলাদেশে আদিবাসী নেই, এই সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিচ্ছে না।
একটাই ধর্ম ও জাতিসত্তা থাকবে, এমন মনোভাব কাম্য নয় উল্লেখ করে এই মানবাধিকারকর্মী বলেন, ‘কিসের ভয়ে আমরা দেশে ভিন্ন ধর্ম, চিন্তা ও জাতিসত্তার মানুষকে থাকতে দেব না? কে অধিকার দিয়েছে যে একটি মাত্র মতবাদ, চিন্তা, ভাষা জাতি ও ধর্ম থাকবে? রাষ্ট্রের জন্য এটা কাম্য হতে পারে না।’
চব্বিশের গণ–অভ্যুত্থানে সমতল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল উল্লেখ করে খুশী কবির বলেন, অভ্যুত্থানের পরে আর নারীদের কোনো অংশগ্রহণ নেই। নারী কমিশন গঠন করা হয়। কিন্তু কমিশনের কোনো কিছু গ্রহণ করা হয়নি। এর অর্থ সরকার নারীদের ভয় পায়। এই অবস্থা টিকে থাকার জন্য অভ্যুত্থান হয়নি। তাই অধিকার আদায়ে নারীদের শক্ত ভূমিকা রাখতে হবে। এখনই উত্তম সময়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশী কবির ছবি: প্রথম আলো হেডিং: কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করছে