জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে পালনের দাবিতে আন্দোলন চলছে। ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে ইউএনও আশ্বস্ত করলে অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করেন তারা।
জানা গেছে, সরকারি সিদ্ধান্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা হয়েছে। এমন খবরে ফুঁসে ওঠেন ত্রিশালের নজরুলভক্তরা। তারা চান, কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। এ দাবি আদায়ে প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার স্থানীয় নজরুল অডিটোরিয়ামের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঘণ্টাখানেক বন্ধ থাকে মহাসড়কে যানচলাচল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নজর ল

এছাড়াও পড়ুন:

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা

রাজধানী ঢাকাসহ দেশের আট জেলা অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে। সেইসঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ সারাদেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
  • গোপালগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
  • ঈদুল ফিতরের বোনাস ও বকেয়া বেতনের দাবিতে বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • সকালেই স্বস্তির বৃষ্টি
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা