ফেনীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানি গ্রেপ্তার
Published: 19th, May 2025 GMT
ফেনীর পরশুরামে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নিজাম উদ্দিন (৫৫)। গতকাল রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে মুদিদোকানি নিজাম উদ্দিন ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তাঁর দোকানে নিয়ে যান। এ সময় তিনি দোকানের শাটার অর্ধেক টেনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে একপর্যায়ে নিজাম উদ্দিন শিশুটিকে ছেড়ে দেন। এ সময় পরিবারকে কিছু না বলার জন্য তাঁকে ভয় দেখান তিনি।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর গতকাল দুপুরে শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরশ র ম
এছাড়াও পড়ুন:
নড়াইলে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
নড়াইলে অটোরিকশাচালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) ও আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন আবু রোহান মোল্যা। এ ঘটনায় রোহানের বাবা চান মিয়া মোল্যা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন সকাল ১০টায় আবু রোহান মোল্যার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শরিফুল/রাজীব