ফেনীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানি গ্রেপ্তার
Published: 19th, May 2025 GMT
ফেনীর পরশুরামে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নিজাম উদ্দিন (৫৫)। গতকাল রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে মুদিদোকানি নিজাম উদ্দিন ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তাঁর দোকানে নিয়ে যান। এ সময় তিনি দোকানের শাটার অর্ধেক টেনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে একপর্যায়ে নিজাম উদ্দিন শিশুটিকে ছেড়ে দেন। এ সময় পরিবারকে কিছু না বলার জন্য তাঁকে ভয় দেখান তিনি।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর গতকাল দুপুরে শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরশ র ম
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ ডিসেম্বরের পরিবর্তে এখন ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শাহজামান বলেন, পূর্বঘোষিত তারিখের আগে টানা তিন দিন সরকারি ছুটি থাকার ফলে ভোটারদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচনী পরিবেশ আরও অনুকূল থাকে, সে লক্ষ্যে ভোট গ্রহণের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর–১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২–৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (ডোপটেস্ট রিপোর্টসহ), ৪–৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ।
এর আগে গত মঙ্গলবার রাতে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু এই তফসিল ঘোষণার পর একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবি জানান।