আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘ভিশন’ ক্রেতার জন্য বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির চেস্ট ফ্রিজার। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের এই ফ্রিজারে যুক্ত করা হয়েছে ডিজিটাল টেম্পারেচার কনট্রোল প্যানেল, যা গ্রাহকের পণ্য ঠান্ডা রাখার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 
গত বৃহস্পতিবার নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিশনের নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভিশন চেস্ট ফ্রিজারের মোড়ক উন্মোচন করা হয়। বর্তমানে ১৫০, ২৫০ ও ৩৫০ লিটারের ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের এ চেস্ট ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ৩২ হাজার ৫০০ থেকে ৪৭ হাজার ৮০০ টাকার মধ্যে। 
নতুন পণ্য সম্পর্কে ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক মো.

নুর আলম বলেন, ‘গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার সহজ করে তুলতে আমরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তির পণ্য বাজারে আনছি। ভিশনের চেস্ট ফ্রিজার ইতোমধ্যে গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয় এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য ক্রেতার আস্থা অর্জন করেছে। নতুন মডেলটি ভিশনের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে আমরা আশা করছি।’ 
ভিশন রেফ্রিজারেটরের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, ভিশনের ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের চেস্ট ফ্রিজারে রয়েছে ইলেকট্রনিক কনট্রোল প্যানেল, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সহজে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে থাকায় ফ্রিজারের ভেতরের তাপমাত্রা সবসময় স্পষ্টভাবে দেখা যায়। সহজ কনট্রোলিং সিস্টেম থাকায় যে কোনো বয়সের ব্যবহারকারীর জন্য এটি ব্যবহার করা একেবারেই সহজ। 
তিনি আরও বলেন, নতুন ভিশন চেস্ট ফ্রিজারে ব্যবহৃত টেম্পারেচার কন্ট্রোল প্যানেল শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণই নয়, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখতেও কার্যকর। এতে সংরক্ষিত খাবার দীর্ঘসময় ভালো ও পুষ্টিগুণ অটুট থাকে। একইসঙ্গে ডিজিটাল প্রযুক্তির কারণে বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে অনেক কম হয়।
বর্তমানে বিভিন্ন সাইজের ভিশনের ২০টি মডেলের চেস্ট ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে। তাছাড়া ঈদুল আজহা উপলক্ষে ভিশনের চেস্ট ফ্রিজার কিনলে ক্রেতা পাবেন ১০ শতাংশ মূল্যছাড় এবং ১৬ পিসের একটি গিফট বক্স। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ

এছাড়াও পড়ুন:

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।

নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।

এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা
  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন