বায়ার লেভারকুসেন মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে নিয়ে বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট হার্বাট হায়নার বেশ বড় গলায় বলেছিলেন, ‘আমরা ম্যানসিটি ও লিভারপুলের সঙ্গে লড়াই করবো।’ জার্মানির সবচেয়ে বড় ক্লাব হওয়ায় এবং উইর্টজ জার্মান ফুটবলার হওয়ায় আত্মবিশ্বাসী ছিল বায়ার্ন। ক্লাবটি আবার জার্মান ফুটবলারদের আঁতুড়ঘরও।
তবে হার মেনে নিয়েছেন বায়ার্ন প্রেসিডেন্ট, ‘আমরা হার স্বীকার করে নিচ্ছি। ম্যাক্স আবেল (স্পোর্টিং ডিরেক্টর) জানিয়েছেন, উইর্টজ লিভারপুলের পথ ধরেছে। জানি না, লিভারকুসেনের সঙ্গে তারা কীভাবে সমঝোতা করেছে।’
সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, লিভারপুলে যেতে সম্মত হয়েছেন উইর্টজ। ‘শুধু লিভারপুলেই যাবো’ এমন কথাও নাকি বলেছেন ২২ বছর বয়সী এই তারকা। তার পরিবারও লিভারপুলের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং রেডস কোচ আর্ন স্লটের প্রজেক্ট পছন্দ করেছে।
উইর্টজকে দলে নিতে অবশ্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলের। ওই অর্থ তারা কীভাবে শোধ করতে সেটাই এখন আলোচনার বিষয়। লেভারকুসেন জার্মান তরুণের জন্য ১৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে। চুক্তি ওই অর্থের আশপাশেই হবে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
তবে চুক্তির আংশিক অর্থ এক বা একাধিক ফুটবলার দিয়েও শোধ করতে পারে অল রেডসরা। যেমন- লেভারকুসেন আগামী মৌসুমের জন্য একজন মিডফিল্ডার, স্ট্রাইকার, ডিফেন্ডার ও গোলরক্ষক দলে নেওয়ার কথা ভাবছে। লিভারপুল আবার স্ট্রাইকার ডারউইন নুনিয়েজকে বিক্রি করে দেবে। নিয়মিত খেলতে আইরিশ গোলরক্ষক কোয়েহিন কেলিহার লিভারপুল ছাড়তে চান। মিডফিল্ডার এনডোকেও ছাড়তে প্রস্তুত রেডসরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল ল ভ রক স ন
এছাড়াও পড়ুন:
কানে বাংলাদেশের ‘আলী’ পেলে বিশেষ স্বীকৃতি
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের গর্বের অধ্যায় রচিত হল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম আসরে ‘বিশেষ উল্লেখযোগ্য ছবির’ স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছবি, যা কানের অফিসিয়াল শর্ট ফিল্ম প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে এমন স্বীকৃতি অর্জন করল। প্রতিক্রিয়ায় রাজীব জানান, এ স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়; এটি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণ চর্চার যুগান্তকারী সাফল্য।
আলী প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। এটি নির্মিত হয় সিলেটে, ২০২৪ সালের নভেম্বরে। গল্পের মূল উপজীব্য– এক কিশোর, এক কণ্ঠ, আর এক সমাজ যেখানে গান গাওয়া মানেই বিদ্রোহ। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন। পরিচালকের ভাষায়, আলী একটি অপরিহার্য সত্য গল্প, যা বলা হয়েছে সরলতা, সৌন্দর্য ও আন্তরিকতার মাধ্যমে। কানে আলী তাই হয়ে উঠেছে সবার।
শনিবার রাজীব বলেন, ‘আপনি সত্যিকারের কিছু বলার চেষ্টা করলে, তা সবাই অনুভব করতে পারবেন। নির্মাতা হিসেবে নিজের ভাষায়, নিজের গল্প নিয়ে কথা বলি। সেই গল্প এমন সম্মান পাবে তা সত্যিই আনন্দের। এ অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণা।’
গত শুক্রবার কানে রাজীব পরিচালিত ১৫ মিনিটের সিনেমাটি প্রদর্শিত হয়। সর্বশেষ ২০২১ সালে আঁ সার্তে রিগা বিভাগে সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হয়েছিল। তবে এখন পর্যন্ত কানে একমাত্র পুরস্কার জিতেছে ‘মাটির ময়না’। প্রয়াত তারেক মাসুদ নির্মিত ও তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ প্রযোজিত ছবিটি ২০০২ সালের ৫৫তম কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর্স ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিপরেস্কি আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার জিতেছিল।
গত ১৩ মে ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের লাল গালিচায় বিশ্বের খ্যাতনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হেঁটেছেন।