আনচেলত্তিকে স্বাগত জানালেন ব্রাজিল ফুটবলের নতুন প্রেসিডেন্ট দাউদ
Published: 26th, May 2025 GMT
ব্রাজিল ফুটবলে কার্লো আনচেলত্তি ও সামির দাউদ অধ্যায়ের শুরু হলো। রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট হিসেবে সামির দাউদ নির্বাচিত হয়েছেন। এডনাল্ডো রদ্রিগুয়েজকে অপসারণ করেছেন ব্রাজিলের আদালত।
সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন ডন কার্লো। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পর গতকাল ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়ে রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো।
এরপর আনচেলত্তিকে স্বাগত জানান নতুন সিবিএফ প্রেসিডেন্ট দাউদ। তিনি জানান তার বোর্ড ব্রাজিলের ফুটলের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, ‘আমরা সিবিএফে নতুন যুগের সূচনা করছি। আমাদের প্রশাসন নতুন ধারণা নিয়ে ফুটবলের উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে।’
সামির দাউদ সিবিএফ নির্বাচনে একনিষ্ঠ সমর্থন পেয়েছেন। তিনি সম্ভাব্য ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্রাজিলের ক্লাবগুলো তাকে সমর্থন দেওয়ায় অন্য প্রার্থীরা ঢোপে টিকতে পারেননি। সামির দাউদ পেশায় একজন চিকিৎসক ও ব্যবসায়ী। তারা বাবা ব্রাজিলের ফুটবল সংগঠক ছিলেন। বাবার পরে সামির ক্রীড়া সংগঠক হিসেবে কাজ শুরু করেন এবং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই এখন কার্লো আনচেলত্তির দল ঘোষণা করতে হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় আনচেলত্তি প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা করতে পারেন। আগামী ৬ জুন সকাল ৫টায় ইকুয়েডর ও ১১ জুন সকাল ১১টায় প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ম র দ উদ স ব এফ ফ টবল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫